আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমানুভুতি নাকি ভাললাগার পরশ

আমার পরান যাহা চায়, তুমি তাই। হ্যা কবিগুরু মনে হ্য় আমার কথা ভেবেই এ পংতি টি রচনা করেছিলেন। এক অন্যরকম সুখানুভুতিতে ছেয়ে যাচ্ছে আমার মন। প্রতিটি দিন এ অনুভুতির তীব্রতা বাড়ছে মুলবিন্দুগামী সরল রেখার মত। দেহের প্রতিটি রক্ত কণা আমার হৃদয়ে হাতুড়ি পিটিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

এক গুচ্ছ শব্দ এসে মনের দরজায় নাড়া দিয়ে যাচ্ছে। প্রতিটি বর্ণ, শব্দ আলফা কণার গতিতে ছুটছে; প্রতিযোগীতায় নেমেছে একে অপরের সাথে একগুচ্ছ শুক্রনুর মত,সবার আগে হৃদয়ে খোদাই করে লিখতে চাচ্ছে তোমার নাম। আমই ভাবি এ নতুন শব্দ গুলোর উৎপত্তি কোথায়? মনের জানলা গলে ঠান্ডা সাইক্লোনিক হাওয়া এসে জানান দিল এ শব্দ ভালবাসার। চমকে উঠি! তবে কি আমার হৃদয়ে সাইন রেখার মত যে উথাল পাতাল শুরু হয়েছে তা ভালবাসার ঢেউ? হবে হয়ত। তবে আশ্বস্ত করল দখিনা বাতায়ন; গায়ে পরশ বুলিয়ে গেল,বলে গেল এ অনুভুতি শুধুই ভাললাগার।

ভাবছি কেন এত ভাললাগা তোমার জন্য? তুমি তো খুব একটা রুপবতী নও। কিন্তু ভাললাগা কি রুপ দেখে সৃষ্টি হয়? মনে পড়ে ঐ গানটি তুমি সুন্দর যদি নাহি হও তবে বল কিবা যায় আসে প্রিয়ার কি রুপ সে জানে যে কখনো ভালবাসে। হয়ত আশে পাশে তাকালেই অনেক সুন্দরী ললনা চোখে পড়বে, কিন্ত তোমার ঐ মায়াবী মুখশ্রী, মিষ্টি হাসি, হরিণীর চপলতা, কোকিলা কন্ঠ আমি কোথায় পাব? তোমার মুখাবয়বের প্রতিটি অংশ আলাদ ভাবে দেখলে মনে হয় এ এক ঐশ্বরিক সৌন্দর্য, তোমার বলা প্রতিটি শব্দ আমার মনে সৃষ্টি করে সুমধুর ঝংকার। তাইত মনের ভিতর এই ভাললাগার সুনামি। জানি আমি তোমার যোগ্য নই,তোমাকে নিজের করে পাবনা কোনদিন, ভাললাগার কথা তোমাকে বলার সাহস টুকুও আমার নেই তাই তা তুমি জানবেনা কোনদিন।

তবুও আমৃত্যু মনের ক্যানভাসে আঁকা থাকবে তোমার ছবি। মনের জানালা ধরে উঁকি দিয়ে যাবে তোমার চোখ দুটি, চেয়ে চেয়ে কেটে যাবে অজস্র দিনরাত তোমার প্রতীক্ষায়। শুধু বিধাতার কাছে এই প্রার্থনা সে যেন আমায় শক্তি দেয়, সারাজীবন তোমাকে ভাললাগার এই মুহুর্ত গুলি বয়ে বেড়ানোর। পরিশেষে আবারও গানের কথায় বলতে ইচ্ছে করে আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আরও কিছু নাহি চাই আমার পরান যাহা চায়, তুমি তাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.