আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ও কিউবি ইন্টারনেট রিচার্জের জন্য আর নয় দৌড়াদোড়ি। ঘরে বসেই রিচার্জ করুন যখন খুশী। (চিত্রসহ)

http://www.facebook.com/Kobitar.Khata কখনো কখনো মোবাইল রিচার্জ খুব জরুরী হয়ে পড়ে, কিন্তু অনেক কারণে হয়ত হাতের কাছে রিচার্জ পাওয়া যায় না। আবার অনেক সময় মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেলে দোকানে যাওরে.... লাইনে দাঁড়াওরে.... টাকা ঢুকাওরে... উফ্!!!! কিন্তু আপনি চাইলে এখন ঘরে বসেই রাতে-দিনে, ঝড়-বাদলায়,ঠান্ডায়-গরমে যখন খুশী অনলাইন থেকে আপনার মোবাইল রিচার্জ করে নিতে পারেন। আর এর জন্য আপনার থাকতে হবে ডিবিবিএল নেক্সাস কার্ড, ব্রাক কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড এর যে কোন একটি। আজকাল এসব কার্ড প্রায় প্রত্যেকের পকেটে পকেটে। তো আসুন শুরু করা যাক ঘরে বসে মোবাইল রিচার্জ।

প্রথমে ভিজিট করুন https://easy.com.bd ওয়েবসাইটটি। তারপর ডানদিকে উপরে sing up লেখাতে ক্লিক করে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। নিচের ছবির মতো। রেজিস্ট্রেশন শেষ হলে আপনার ই-মেইল ঠিকানায় একটি কনফার্মেশন মেইল যাবে। মেইলটি ইনবক্সে না পেলে স্পাম বক্স চেক করুন।

মেইলের নমুনা- সেই মেইলে একটি ভেরিফিকেশন কোড থাকবে। কেই কোডটি দিয়ে আপনার আইডি টি ভেরিফিকেশন করে নিন। ভেরিফিকেশন করা শেষ হলে https://easy.com.bd এ লগিং করুন এবং আপনি যে অপারেটরের মোবাইল সীম ব্যবহার করেন সেই অপারেটরের লোগোর উপর ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মতো একটি পেজ আসবে। এখানে কত টাকা রিচার্জ করতে চান, যে নাম্বারে টাকা রিচার্জ করবেন সেই নাম্বার ইত্যাদি উল্লেখ করে পেজটি ফিলআপ করুন।

ফিলআপ শেষ হলে নিচে Recharge লেখাতে ক্লিক করুন। এরপর নিচের পাতার মতো আরেকটি পাতা আসবে। এখানে আপনি কোন কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করতে চান সেই কার্ডের পাশের বক্স চেক করুন। সিলেক্ট করে নিচে Proceed to pay লেখাতে ক্লিক করুন। ক্লি করার পর নিচের পেজের মতো আরেকটি পেজ আসবে।

এখানে আপনার কার্ড ইনফরমেশন দিন। কার্ডের গায়ে যেভাবে আপনার নাম লেখা আছে হুবহু সেভাবে দিবেন। আপনার কি কার্ড ব্যবহার করছেন তা সিলেক্ট করবেন। তারপর আপনার কার্ডের গায়ে লেখা সিরিয়াল নাম্বারটি দেবেন। (আমি ডিবিবিএল নেক্সাস ব্যবহার করি।

আমার সিরিয়াল ১৩ ডিজিটের। ) পিন লেখা ঘরে আপনার কার্ডের পাসওয়ার্ড দেবেন। সব শেষ হলে SUBMIT লেখাতে ক্লিক করুন। একটু অপেক্ষা করুন। সব ঠিকঠাক থাকলে নিচের ছবির মতো কনফার্মেশন দেখতে পাবেন।

আর যদি কোন ভুল করে থাকেন তবে তাও দেখতে পাবেন এবং আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে। আপনার রিচার্জ সাকসেস হলে আপনাকে আবার মেইল করে TOPUP Invoice পাঠানো হবে। নিচের ছবির মতো। ও হ্যাঁ। অনলাইন রিচার্জের জন্য আপনাকে দিতে হবে শতে ১.৯ টাকা (ডাচ-বাংলার কার্ডধারীদের জন্য)।

আর অন্য কার্ডের থেকে কাটবে ৪.২ টাকা করে। আর সেই টাকা আপনার ব্যাংক একাউন্ট থেকে কাটা যাবে। দোকানে গিয়ে রিচার্জের ঝক্কি থেকে এ আর এমন কি? রিচার্জ করার আগে ওয়েব সাইটটির /tos পড়ে নিতে ভুলবেন না কিন্তু। সুতরাং ঘরে বসেই শুরু করে দিন মোবাইল রিচার্জ, যখন খুশী তখন। * কিউবি ইন্টারনেট রিচার্জের জন্য হোম পেজ থেকে কিউবির লোগোতে ক্লিক করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান।

** ১০০% নিরাপদ একটি সাইট। প্রয়োজনে রিচার্জ করার আগে আপনার ব্যাংকের সাথে কথা বলে নিশ্চিত হয়ে নিতে পারেন। ডাচ-বাংলা ব্যাংকের হট নাম্বার ১৬২১৬ *** কোন কারণে রিচার্জ না হলে সকাল ৭টা থেকে রাত ১১টার মধ্যে ফোন করুন +880-2-8316969 নাম্বারে অথবা মেইল করুন ঠিকানায়। **** পড়া শেষ হলে যদি মনে করেন এই লেখা আপনার কাজে লাগবে তবে লেখায় একটি ‘ভাল লাগা’ মেরে বেরিয়ে আসুন। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.