আমাদের কথা খুঁজে নিন

   

মৌনতায় অবজ্ঞা

পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম তুমি কি অনেক কাছ থেকে আকাশ দেখেছ? আকাশ!! আকাশতো প্রতিদিন দেখি, এ আর নতুন কি? সেই নীল সেই সাদা মেঘ সেই কষ্টপিয়াষী কবিদের কষ্টপূজা, বড্ড খ্যাত। তবে কি রূপালী রাতে কখনো হেঁটে গেছ দূরে অনেক দূরে? রাত দেখলেই আমার বড্ড অস্থির লাগে জানোতো! আর রূপালী রাততো রহস্যের ছায়া ঘেরা। অনেক কষ্টের সময় বৃষ্টির বুকে কষ্ট সপে দেখেছ কখনো? কতটা শান্ত হয়ে যায় পৃথিবী? বৃষ্টি দেখলেই আমার ভয় হয়, মনে হয় আমার তিলতিল করে জ্বলে ওঠা আগুন নিভে যাবে বৃষ্টির শীতল পরশে শীতল হতে চাইনা আমি আর... তার চেয়ে বরং আমি বজ্রপাত দেখি আর!! আনন্দে আত্মহারা হই। তবে সাগরের উত্তাল ঢেউ কখনো নিশ্চই তোমাকে ছুঁয়ে গেছে কিংবা তুমি নিশ্চই কখনো অনেক ঝড়ের মাঝে- সাগরের ভয়ংকর রূপ দেখার জন্য ছটফট করেছ! আমিযে সাগরের সামনে দাঁড়ালে ঢেউ দেখতে পাইনা শুধুই ক্ষুদ্র আমাকে দেখতে দেখতে আমি কুঁকড়ে যাই।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.