আমাদের কথা খুঁজে নিন

   

হিরন্ময় মৌনতায়, সাক্ষী হয়ে রই কবিতায়

আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াম, পাড়ে লয়ে যাও আমায় *আবার ভালোবাসতে ইচ্ছে করে* আমি হয়তোবা আঁধার কাটানো এক মুঠো জোনাকি নই চুলের খোঁপাতে জড়িয়ে থাকা তোমার প্রিয় ক্যামেলিয়া, এখনও হতে পারি নি। নিজেকে কখনও তুলনা করবো না তোমার নীল নেলপালিশের সাথে;যেখানে অধরের ছোঁয়া ভাসমান,স্পর্শের মাতাল আবেশ-স্নায়ুতে তীব্র চলমান। আমি হয়তোবা বিকেলে রাগ ভাঙ্গানো মিষ্টি হাসি নই চোখের কোনে জমতে থাকা সেই অভিমানের জল, তখনও মুছে দিতে পারি নি। মানদণ্ডে আর দাঁড়াবো না লাল পাড়ের শাড়ির সাথে;সেখানে স্বর্গের প্রতিবিম্ব দৃশ্যমান,প্রেম নদের উত্তাল স্রোত-সতত প্রবাহমান। *যাত্রা* সে অবশেষে উঁকি দেয় কাঁচের ওপাশে দুটি সোফা,একটি টেবিল,তার উপরে রাখা রকমারী ওষুধ,একটু ডানপাশে বড় জানালা পরদা ভেদ করে দিনের আলো চুইয়ে পড়ে।

তার প্রবেশ এখন এপাশের দৃশ্যপটে একজন ডাক্তার,কয়েকজন নার্স,লাইফ সাপোর্ট পাশে বেড,শুয়ে আছে জরাক্রান্ত ষাটোদ্ধ বৃদ্ধা শেষ সময়গুলো পার হচ্ছে দ্রুত,অতি দ্রুত। নিজের হাত রাখে সে বৃদ্ধার হাতে মসৃণ আঙ্গুলগুলো,ছুঁয়ে যায়,চামড়ার ভাঁজ মৃদু হাসি,কণ্ঠে বাঁধন ছিঁড়ে সাথে আসার আহবান প্রতিইঙ্গিতে বৃদ্ধার চোখ বুজে যায়,আপনাতেই। তারপর আমরা শেষ দৃশ্যপট দেখতে পাই হতাশার দীর্ঘশ্বাস,কান্নার শব্দ,হটাৎ ব্যস্ততা ভাব আড়ালের অঙ্কে,তার হাত ধরে বৃদ্ধা উড়ে চলে শতাব্দীর চেনা গন্তব্যে,শুরু ও শেষ যেখানে মেশে। *বিবর্তন* বুনো ঘোড়ার পিঠে চড়ে শৈশব আগেই হারিয়ে গেছে সুগভীর গিরিখাদের প্রান্তরে। যেখানে মধ্যদুপুরের সূর্য রোদ ছুড়ে খেলা করে, ঝলসানো ক্যাকটাসের গা জুড়ে।

মাছরাঙ্গার ঠোঁটে চড়ে পলকেই উড়ে যায় কৈশোর; পালকে লেপ্টে থাকা জলকণার সাথে সঙ্গম করে স্মৃতি, বালুঘড়ির ধূসর লাল তখনো রয় ভাস্বর। তারপর- দূর্বা ঘাসে জড়িয়ে থাকা ভোরের শিশির হয়ে যৌবন দৃশ্যপটে প্রবেশ করে। কবিতা অসমাপ্ত রয়, কবি ঘাসে ডুবায় নিজের নগ্ন পদযুগল। খানিকদূরেই প্রিয়তমার রাঙ্গানো দুহাত, খুলে দেয় অর্গল। *প্রথম প্রেমের মতো* রোদ এসে থমকে গেছে দক্ষিনের ঝুল বারান্দায় রেলিঙের গায়ে ঠেস দিয়ে অনন্যা দাঁড়িয়ে ছিল, মায়াভরা চোখ তার গিলে নেয় দৃষ্টি যেদিক যায় শাড়ির অবাধ্য আঁচল বাতাসে নেচে বেড়াচ্ছিল।

আর আমি? ভর দুপুরে রোদের চাবুকে জর্জরিত পিঠ নিয়ে রাস্তায় স্ট্যাচু হয়ে রই,ল্যাম্পপোস্টের মতোন ক্ষণকালের জন্য পরধিকার চর্চার খোলস তুলে রোমন্থন করে যাই,আমার প্রথম প্রেমকথন। এই মধ্যে "যাত্রা" আগেও একবার পোস্ট দিয়েছিলাম। কবিতাটা আমার অনেক প্রিয় তাই আবার পোস্টটালাম। আর বাকি সব কবিতা প্রথম পোস্টানো। সবার ভালো থাকা হোক।

: ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।