আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে সবচেয়ে বেশী ব্যবহৃত মেয়েলি স্ট্যাটাস

........................... ১। স্ট্যাটাস লেখার মত কিছু খুজে পাচ্ছি না ( তাহলে এইটা কি লিখছো??) ২। আমি এখন লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছি (স্ট্যাটাসটা স্বপ্নের ভিতর লেখা) ৩। আমার খুব মন খারাপ ( ফেইসবুক-এ মনে হয় মন ভালো করার ট্যাবলেট পাওয়া যায়) ৪। কিছু করার পাচ্ছি না/ কি যে করি ( কিছু নাক করলে কিভাবে ফেইসবুকে ঢোকা যায়?? ফেইসবুক কি থট কন্ট্রোল্ড) ৫।

এক্সোস্টেড ( তাইতো ফেইসবকে ঘন্টাখানিক গুতাগুতি করতে এসেছে) ৬। আজ আমার বান্ধবীর নন্দের ছোট বোনের কাজিনের বিয়েটা খুব মজা করে খেলাম ( হায়রে) ৭। সময় কিভাবে চলে যায় . . . ( বুঝতে হবে এই মেয়েটার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে) ৮। পড়াশোনা ভালো লাগে না ( এর চেয়ে ফেইসবুকে যদি গোটা দশেক বান্ধবীর সাথে চ্যাট করা যায়) ৯। আমার ছেলেটার/মেয়েটার/ভাইটার খুব অসুখ, সবাই দোয়া করো (এর চেয়ে ২ রাকাত নফল নামাজ পড়ে দোয়া চাইলেই ভালো হত) ১০।

আর ভালো লাগে না (এই মেয়েটার স্বামী বিদেশে থাকে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.