আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দ মেলানর পাগলামি মাথায় যা আসে

আমি উত্তম নই আমি অধম ও নই আমি যা আমি আতেই সন্তুষ্ট কেউ আমার সাথে লাগতে না আসলে আমি লাগতে যাই না বেশ বড় একটা লিখা এটা আসলে আমার আর আমার প্রিয় এক ভাই এর সাথে মজা করে ফেসবুকে আড্ডা দেয়ার কিছু অংশ! এই লিখা যার ধৈর্য আছে পড়তে পারেন তবে আমি নিজে মজা পাইছি আপনারা আশা করি সময় নিয়ে পড়লে মজা পাবেন... লেখা পড়ার আগে একটু ভুমিকা এই আড্ডা পুরাপুরি কাল্পনিক আর এই কাল্পনিক গল্পের ভুমিকা " আমি নাজমুল হাসান সুমন তার জন্য স্বপ্নিল এক পাত্রী এর সন্ধান করছে তার নাম আশালতা ওইদিকে আশালতা এর ছোটবোন অতিন্দ্রিলাকে স্বপ্নিল ভালোবাসে আর আমার আশালতার সম্পর্কে বিভিন্ন সমস্যার কথা সে এখন হাজির করছে একবাড় বলে আশালতার বয়ফ্রেন্ড আছে আবার বলে আশালতার বিয়ে এক আর্মি অফিসারের সাথে ঠিক হয়েছে সেই নিয়েই চলে আমাদের ফেসবুকের স্ট্যাটাস আড্ডা Shahriar Shopnil রাস্তার পাশে আছিলো মুড়ির দুকান মুড়ি না খাইয়া তবু খাইলাম একখান পান Nazmul Hasan Sumon পান খাইয়া আমার জান, করে আনচান কারন পাশ দিয়া যাইতেছিল অতিন্দ্রিলা খান Shahriar Shopnil অতন্দ্রীলার দিকে তাকাইয়া সুমন ভাইর চুলে ধরিলো পাক! কেমনে ধরিলো?আরে ততক্ষনে যে কাজ সারিয়াছে তার মাথায় কুনো এক কাক Nazmul Hasan Sumon কাকের কাজ কাক করেছে হাগু করেছে চুলে তাই বলে কি সুমন অতন্দ্রিলারে দেখা ভুলে?? অতন্দ্রিলারে পটাইতে পারলে আশালতা আসিবে আজকে তাঁর bf তাতে কি কালকে ঠিক ই ফাসিবে Shahriar Shopnil আশালতারে যা করিবেন করেন লৈয়া আসেন না হয় তুলে অতন্দ্রীলারে লৈয়া কিছু কৈলে কিন্তু কাকের টয়লেটখানা বানামু আপনের চুলে Nazmul Hasan Sumon অতন্দ্রিলারে বানাইমু আমার শালী আপনার একটু সাহায্য চাই খালি হেল্প না করিলে আমার আশার গুড়ে পরিবে যে ভাই বালি. আশা হবে আমার ফুলের বাগান আমি যে হব মালি তারে না পাইলে হতে পারে নিতে হাতে ভাঙ্গা এক থালি তখন বসিয়া মাথা চাপড়াইব আর পারিব আপ্নারে গালি Shahriar Shopnil ওরে আশা দেখি যাও সুমন ভাইরে ভালা পাও তুমার ঐ bf পঁচা দিমু তারে খোচা Nazmul Hasan Sumon আশা আমার আশা আমার ভালোবাসা তোমার জন্য এই জীবনে আমার ডুবা ভাসা তুমি খালি আস একটু ভালো বাস দেখবা আমি কেমন তুমি চাইবা যেমন!! অন্য কারো সাথে যাও যদি চলে বুঝবে নাক তুমি কেমন বোকা হলে হিরা ছেড়ে দিয়ে কাচ খানা নিয়ে যদি চলে যাও আর কিছু বলার নাই মুরি কিন্না খাও Shahriar Shopnil আহারে আশা হারাইছি ভাষা সুমন ভাইর কথা শুনিয়া কি হবে আর ঐ আর্মি অসিফার ভুলিয়া যাও তাহারে নতুন স্বপ্ন বুনিয়া Nazmul Hasan Sumon আর্মি অফিসার দুইদিন পর যাইবে মরে ( জুদ্ধে গুলি খাইয়া) বিধবা হইবা তুমি এটা সইবে না মোর ওরে আমি কিন্তু আসিনাই ভাইসা গাঙ্গে দিয়া চাইলে তুমি করতে পার আমার সঙ্গে বিয়া !! রাখব তোমায় সুখে ঠিক আমার এই বুকে তোমার সাথে থাকবো আমি সারাজীবন ভর হঠাৎ মরে করে যাবনা এই তোমারে পর Shahriar Shopnil ওরে আশা!টিশ্যুর বাক্স লৈয়া দৌড়াইয়া আসো জলদি! আবেগে মোর চক্ষু ভাসি গেলু! না থাক!অতন্দ্রীলারে কল দি তবে আশা শুনিয়া রাখো একটা কথা তুমি পাইবানা হাজার খুজিয়া ও সুমন ভাইর মতো স্বামী! করিয়া দিবে অনেক কিছু ঘরের যাবতীয় কাজ ঘর দোর মুছিয়া দিবে ভুলিয়া সকল লাজ Nazmul Hasan Sumon স্বপ্নিল ভাই হঠাৎ করে কোথায় গেলেন চলে এই আমি বড় অসহায় কি যে জান বলে Nazmul Hasan Sumon কিছু* Nazmul Hasan Sumon ঘর দোর মুছার জন্য রাখবো কাজের লোক চাইনা আমার আশালতার কোন কষ্ট হোক!! আমার আশার যত কিছুই লাগুক না রে ভাই সব কিছুই এনে দেব যখন তাঁর যা চাই!! Shahriar Shopnil আশালতারে খুশি রাখিতে হৈলে আপনের করিতে হৈবে সব কাজ নিজের হাতে করিতে হৈবে সব কপালে না ফেলিয়া কুনো ভাজ Nazmul Hasan Sumon নিজের হাতে কাজ করতে নাই লাজ তবুও সে যদি বাসে আমায় ভালো যেইবা করুক মুখ করিবেনা কালো Shahriar Shopnil আশালতা খুবই ভালা মুখ সে কখনোই করেনা কালা অলটাইম ফেয়ার এন্ড আগলী মাখিতে থাকে এই কিরিম তাহারে সুন্দরী বানাইয়া রাখে Nazmul Hasan Sumon আশালতা আমার চাঁদ আজকে থেকে ফেয়ার আগলি সকল কিছু মাখা বাদ সে আছে যেমন আমি তাকে দেখতে চাই ঠিক তেমন যদি সে দেয় তাঁর মন এই আমার আর কিছুই যে নাই প্রয়জন Shahriar Shopnil আপনার মন ধূইয়া কি সে খাইবে পানি তাহার রূপচর্চার ডিটেইলস আমি জানি শষা কিনিয়া আনিলে পাইবেন না খুজিয়া দেখিবেন শষার পূজা করিতেছে চোখ বুজিয়া হলুদ আনিলে দেখিবেন মাখিয়াছে হাতে লবন মরিচ কিছুই আর পাইবেন না পাতে Nazmul Hasan Sumon স্বপ্নিল ভাই লাভ নাই আপনি লোকটা ভালনা আশালতাকে খারাপ বানাইতে ধরছেন নতুন ছলনা আশা যদি চায় সবজি মার্কেট তুলিয়া আনিয়া লুটাইব তাঁর পায় যদি রান্না না করে প্রতিদিন হোটেলের খাবারে খাওয়া চলিবে ঘরে Shahriar Shopnil আপনের ইয়ে আপনি বুঝেন, আমার তাতে কি? হোটেলের খাবার খাইয়া হসপিটালে গেলে দিবার পারুম না কৈলাম ফি Nazmul Hasan Sumon হাস্পাতালে যাব আমি যেতে পারি মর্গে আশালতা থাকলে সাথে মনে হয় আমি স্বর্গে Nazmul Hasan Sumon যেন আমি* Shahriar Shopnil আশালতার হবু শ্বশুর বাড়ি থেইকা নাকি মেহমান আসিবে কাইল আমারে দাওয়াত দিছে দুপুরে খাইতে ভাত আর ডাইল! আমি কি আর এই নিমন্ত্রন রাখি? অতন্দ্রীলারে লৈয়া চম্পট দিমু দিয়া সবাইরে ফাকি । অতন্দ্রীলারেও দেখিয়া যদি ওদের পছন্দ হয়! আশালতা যাউকগা,অতন্দ্রীলা নয় Nazmul Hasan Sumon এত বড় কথা আপনে জানান এত পড়ে কি যে করতে ইচ্ছা করতেছে এই আপ্নারে ধরে.. :@:@ আশালতা যদি না আসে এই আমার ঘরে তারে কিন্তু পাবে না পরে Shahriar Shopnil কি আর করুম রে ভাই! আশালতার খবর নেয়ার টাইম যে মোর নাই! আমি অতন্দ্রীলারে লৈয়া ভাবি ২৪ ঘনটা আশালতার দিকে কেমনে ফেরাই আমার এ মনটা? Nazmul Hasan Sumon আশালতাকে লইয়া লিখা আমার কবিতা ছকে বাঁধা জীবনটা চলছিল তো বেশ কালবোশেখি ঝড় এসে সব করে দিল শেষ। ঝড় এল আবার চলেও সে গেলো, এরি মাঝে জীবনটা হল এলোমেলো!! এত ক্ষতির পরেও আমি ভালোবাসি ঝড় ঝড় তো কিছু বোঝেনা করে গেলো পর। মেঘের পানে চেয়ে খুজি ঝড় এর আশ্বাস সে আবার আসবে ফিরে আমার বিশ্বাস !! Shahriar Shopnil আহারে আশা বাধিয়া বাসা সুমন ভাইয়ের মনে ছ্যকা দিয়া ব্যকা বানাইয়া সাজো এখন আর্মি অফিসারের কনে Nazmul Hasan Sumon স্বপ্নিল ভাই হন একটু উদার টাকা এত কই রাখবেন বাইয়া পড়বে দুধার ( পকেট এর) Nazmul Hasan Sumon আমি কিছু জানিনা আর্মি অফিসার মানিনা আশালতারে চাই নাইলে সব জ্বালাইয়া পুড়াইয়া কইরা দিব ছাই Shahriar Shopnil উদার আমি,উদার ভীষন বাদ দিয়াছি কিপ্টামি মিশন অতন্দ্রীলার জৈন্য পকেট দিয়াছি উজাড় করি দুইটা না,তিনটা না,একটাই তো আমার পরী Shahriar Shopnil ফিরিস না আর আমার ঘরে জামাইর ঘর ছাড়িয়া বিরক্ত আর করিসনে আমাই দরজার কড়া নাড়িয়া Shahriar Shopnil আগুন জ্বালেন আর পানিই ঢালেন কাজ হবে না রে ভাই! আর্মি অফিসারের হাতে একে ৪৭ আছে আপনার হাতে কিন্তু নাই! Nazmul Hasan Sumon আমি আনবো কিনে পারমাণবিক বোমা তবুও চাইনা দেখতে আর্মি অফিসারের খোমা (মুখ) Shahriar Shopnil আর্মি মিয়ার ডলা খাইলে আপনার মিটিবে বিয়ার শখ কেন শুধু শুধু মারিতে চান ঐ আর্মি ব্যটার হক! Nazmul Hasan Sumon দুনিয়াতে কি নাই আর কুন মাইয়া তাইলে কেন তাঁর দেখতে হবে আশালতারে চাইয়া জানেন আমার কি হবে আশালতারে না পাইয়া দুইনিয়াতে আর মেয়ে পামুনা সব ডাকবে আমারে ভাইয়া Shahriar Shopnil আরে ধূর!ভাইয়া ডাকিবে কেন? ডাকিবে আপনারে মামা! পান্জাবী পরা শুরু করিবেন তখন ছাড়িয়া দিয়া জামা Nazmul Hasan Sumon স্বপ্নিল ভাই রে মনে করিতাম আমার ভালো চায় এখন দেখি লোক ভালোনা নিজের দিকে সব কিছু লইয়া জাইবার চায় সে এখন যা পায় তাই দেখি খায় এমন লোকরে কেন যে আমি বিশ্বাস করলাম হায় Shahriar Shopnil আমি অনেক ভালু আশালতার পুলামাইয়া ডাকিবে আমায় খালু Nazmul Hasan Sumon আপনে এখন বইসা বইসা খান মিষ্টি আলু Nazmul Hasan Sumon কবিতা অনেক হইছে হইছে ঘোড়ার ডিম এখন ভালো হইবে যদি ঘুমাইয়া দেখি ড্রিম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।