আমাদের কথা খুঁজে নিন

   

Dolancer এবং আমি!

স্বাগতম আমার ব্লগে একদম শুরুর দিকে Dolancer-এর সমালোচনা করে যে দুই-একজন কথা বলেছিলেন, আমি ছিলাম তাঁদের একজন। এই বিষয়ে বলতে গিয়ে আমাকে যে পরিমাণ ঝামেলা পোহাতে হয়েছে, সে অভিজ্ঞতা আমার আগে হয় নি। ফোনে-ইমেইলে ঝাড়ি কিংবা গালাগালিতে এই ঝামেলা সীমাবদ্ধ থাকে নি, প্রাণনাশের হুমকিও দিয়েছেন কেউ কেউ। ভয়ে আমাকে ফোন বন্ধ রাখার মতো কাজও করতে হয়েছে। রাত দুইটা কি চারটা, ফোন দিয়ে হুমকি দিত।

কয়েকদিন বাইরে যাওয়া কমিয়ে দিয়েছিলাম। Dolancer-এর সাথে জড়িত আমার কিছু বন্ধু আমার উপর ক্ষ্যাপা, ওদের একেকজনের কয়েকশ’ ডলার (?) করে ক্ষতি হয়েছে আমার জন্যে। আমি উল্টাপাল্টা না লিখলে ওরা আরো আগে এখানে জয়েন করতো, আরো বেশি ডলার কামাতে পারতো! আমি শুধু চুপচাপ গালি হজম করে যেতাম। এই ঘটনার রেশ ধরে আমাকে পুলিশি ক্যাচালেও পড়তে হয়েছে। পুলিশের খাতায় আমার নাম উঠে যাওয়ার পিছনে ছিল এই Dolancer নিয়ে লেখালেখি।

পুলিশ খুব খারাপ জিনিস, যাঁরা জানেন তাঁরা বুঝবেন! হায়রে! সেই Dolancer নাকি উধাও, গ্রাহকেরা (ফ্রিল্যান্সার?) নাকি এমডি’র বাসা ঘেরাও করে রেখেছেন তিন দিন ধরে! অভিজ্ঞজনেরা ধারণা করছেন ৮০০ কোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছে Dolancer কর্তৃপক্ষ! খুব ইচ্ছে করছে, যাঁরা ব্লগে বা ফোনে-ইমেইলে আমাকে গালাগালি করেছিলেন, তাঁদের মুখটা একবার দর্শন করি। সংযুক্তিঃ Dolancer নিয়ে আমার সেই লেখা http://www.muktokontho.com/796 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।