বাংলাদেশ তোমায় ভালবাসি...। ডুল্যাঞ্চার যখন বাংলাদেশে আসে তখন ৭০০ টাকা (ওদের ১০ ডলার) নিয়ে একাউন্ট খুলে দিত। ৯০ ডলার ৩ মাসে পরিশোধ করা যেত। তারপর ওরা যখন দেখল ব্যাপক সাড়া পাচ্ছে, তখন ৭০০০ টাকা (ওঁদের ১০০ ডলার) নিয়ে একাউন্ট খোলা যেত, কোন সময়সীমা ছিলনা। আমরা হুজুকে বাঙ্গালী ২ টাকার লোভে আমরা সব করতে পারি।
এই সুযোগ কাজে লাগিয়ে ওরা ব্যাপক সাড়া পেল। এভাবে ওরা ৫০০ কোটি টাকারো বেশী হাতিয়ে নিয়েছে। এখন শুরু করেছে নতুন প্রতারনা। ২১০০ টাকা (ওদের ৩০ ডলার) দিয়ে মেম্বার ১ বছর মেয়াদী হতে হয়। ১ বছর টাকা কামানোর জন্য আরো ৪৯০০ (ওদের ৭০ ডলার) দিতে হয়।
আবার টাকা উঠাতে গেলে ৫% সার্ভিস চার্জ কেটে নেয়। তবুও পাবলিক হুমরি খেয়ে পরে আছে। ওঁদের দোষ বলুন। । হায়রে বাঙ্গালী !!!! শুনেছিলাম ফ্রী দিলে নাকি আলকাতরাও খায়।
এখন দেখছি টাকা দিয়ে আলকাতরা খাচ্ছে। ।
আসুন এই প্রতারকদের হাত থকে তরুন সমাজকে রক্ষা করি। ভন্ড লেঞ্চার দের প্রতিহত করি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।