স্মৃতির খেরোখাতা খুলে দেখো, হয়তো পাবে আমায়। প্রিয় ভাইয়েরা, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আজ সন্ধ্যায় "সোহাদ" নামে এক ভাই একটি ব্লগ লিখেছেন। সেখানে তিনি লিখেছেন কিছু ইসরাইলি পণ্যের কথা। ইসরাইলে যেহেতু ইহুদীরা থাকে, সেহেতু আমি ইহুদী পণ্য হিসেবে ফেইসবুকের কথাটাও তুললাম এবং জানালাম যে এটাও ইহুদীর সৃষ্টি। উনি উত্তরে আমাকে বললেন আমি নাকি "ফালতু"। এবং উনি wikipedia এর লিঙ্কও দিলেন। মজার ব্যাপার হচ্ছে সেই লিঙ্কেই লিখা আছে জুকারবার্গ ইহুদি! তার মানে উনি নিজে আগে ঐ লিঙ্কটা পড়েন নি! এভাবে আমার মত একজন সুশীল ভদ্র লোককে না বুঝে, না জেনে কুৎসিত কথা বলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি। সেই ব্লগের লিঙ্কঃ Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।