বহু দূর যেতে হবে । আমি মরতে চাই না। আমি বাচতে চাই। আমি বাঁচতে চাই ঘন সবুজ , নির্মল ভালবাসা, পাখির কলতান, শিশুদের কোলাহলে। কে আমাকে বাঁচাবে? অপমৃত্যু আবধারিত।
হীনমন্যতা, নির্বোধ স্বার্থপরতা, নৈতিক অবক্ষয়, অমানবিক নিষ্ঠুরতা, পাশবিক আনন্দ, এই বিষয় গুলু আষ্টে পৃষ্টে থাকে আমার কান, চোখ ও ষষ্ট ইন্দ্রিয়। উট পাখির মত নিজেকে লুকাই পালানোর চেষ্টা । পত্রিকা পড়িনা, খবর দেখি না। আমাদের ক্ষুদা, নিরাপত্তা, নুন্নতম নাগরিক সুবিধা নিয়ে কৌতুক দেখতে নিজেকে বড় অসহায় লাগে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষ গুলু যখন নুন্নতম মানবিক মূল্যবোধ বিসর্জন দিয়ে সগৌরবে ঘোষণা করে ' টাকা আপন মানুষ পর, যত পারো টাকা ধরো ' নিজেকে প্রমোদ দেয়ার ও ভাষা খুঁজে পাই না।
চোখ বন্ধ করে রাখি। মহাসুমদ্রে বিধ্বস্ত ট্রলার এর কাঠ ধরে ভেসে থাকা মানুষ এর মত অপমৃত্যুর অপেক্ষায়। মুক্তির দিক দিগন্ত জানি না। হাঙ্গরের খাবার হব অথবা পিরানহারা খেয়ে যাচ্ছে আমার অর্ধাঙ্গ আমার অজান্তে, চিৎকার করে বাঁচার চেষ্টা বৃথা। তারচেয়ে সূর্যাস্ত দেখি, নোনা পানিতে সোনালি আলোর খেলা দেখি, ফ্লাইং ফিস ও সীগাল এর টিকে থাকার লড়াই দেখি, আরেকটা ভোর এর জন্য অপেক্ষা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।