আমি উত্তম নই আমি অধম ও নই আমি যা আমি আতেই সন্তুষ্ট কেউ আমার সাথে লাগতে না আসলে আমি লাগতে যাই না আমার ছোটভাই হাদির অনুবাদ করাপেজে দিছিলাম আমার অনেক প্রিয় একটা লিখা যে কেউ পড়তে পারেন অবশ্যই মজা পাবেন
একটি ব্যতিক্রমী ভালবাসার চিঠি এবং তার সুন্দর উত্তর
একটা দুষ্ট ছেলে তার ক্লাসমেট কে দেওয়া love লেটার
প্রিয় সিমি,
দয়াকরে এ প্রশ্নগুলোর উত্তর দিবা । উত্তরের জন্য নাম্বার (ক)১০ নাম্বার (খ) ৫নাম্বার and (গ) ৩ নাম্বার
১. তুমি যখন ক্লাসেপ্রবেশ করো তখন সবসময় আমার দিকে তাকাও । করণ
ক. ভালবাসা
খ. তুমি আমাকে না দেখে থাকতে পারনা
গ.তুমি এটা অজান্তে করো
২.যখন স্যার কৌতুক বলে তখন তুমি হাসো এবং সেই সাথে আমার দিকে তাকাও । কারণ
ক.তুমি সবসময় আমার মুখে হাসি দেখতে চাও
খ.তুমি পরীক্ষা করছো আমি কৌতুক পছন্দ করি কি না
গ.তুমি আমার হাসি দেখতে আকৃষ্ট
৩.যখন তুমি গান করো তখন আমি হঠাৎ ক্লাসে প্রবেশ করলে তুমি গান গাওয়া বন্ধ করে দাও । কারণ
ক.তুমি আমার সামনে গান করতে লজ্জ্বা পাও
খ.আমার উপস্থিতি তোমাকে প্রভাবিত করে
গ.আমার সামনে গান করতে ভয় পাও
৪.তুমি সবাইকে তোমার ছোটকালের ছবি দেখাচ্ছিলা, কিন্তু আমি দেখতে চাইলে তুমি তা লুকিয়ে ফেলো ।
কারণ
ক.তুমি এতে লজ্জ্বা পেয়েছিলা
খ.তুমি অসস্থির মধ্য পড়েছিলা
গ.কি জন্য করেছিলা তা তুমি জান না
৫.যখন তুমি রাস্তায় পা পিছলে পড়ে গিয়েছিলে তখন আমি আর আমার বন্ধু তোমাকে তুলার জন্য হাত বাড়িয়েছিলাম । তুমি আমার হাত না ধরে আমার বন্ধুর হাত ধরেছিলে । কারণ
ক. তুমি আমার হতাশা দেখে মজা পেয়েছিলে
খ.তোমার হাত একবার ধরার পর তুমি আর তা ছাড়াতে চাওনা
গ.কি জন্য করেছিলা তা তুমি জান না
৬. তুমি গতকাল বাসের জন্য অপেক্ষা করেও বাস আসলে বাসে যাওনি । কারণ
ক. তুমি আমার জন্য অপেক্ষা করছিলা
খ.তুমি আমাকে নিয়ে ভাবছিলা তাই বাসকে লক্ষ্য করোনি
গ.বাসে অনেক লোকজন ছিলো
৭.তোমার বাবা-মা কলেজে আসলে তুমি তাদের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিলে । কারণ
ক.আমি তোমার বর হতে যাচ্ছি
খ.তুমি শুধু চেয়েছিলে তোমার বাবা মা আমাকে নিয়ে ভাবুক
গ.কোন কারণ ছাড়াই তা করেছিলে
৮.আমি বলেছিলাম গোলাপ হাতে মেয়েদের খুব ভাল লাগে ।
পরের দিন তুমি একটি গোলাপ ফুল নিযে এসেছিলা । কারণ
ক. আমার আশা পূরণের জন্য
খ. তুমি গোলাপ ফুল পছন্দ করো তাই
গ.যে কোন ভাবে হঠাৎ তুমি একটা গোলাপ পেয়েছিলা তাই
৯. আমার জন্মদিনে তুমি তাড়াতাড়ি কলেজে এসেছিলে । কারণ
ক. সেদিন আমার সাথে একাএকা দেখা করতে চেয়েছিলে
খ.সবার আগে তুমি আমাকে উইস করতে চেয়েছিলে
গ.আমাকে এমনিতেই দেখতে মন চাচ্ছিলো তাই এসেছিল
তোমার নাম্বার ৪০ এর বেশি হলে তুমি আমাকে ভালবাস । প্রকাশ করতে দেরি করো না ।
যদি তোমার নাম্বার ৩০ থেকে ৪০ এর মধ্য হয় তবে ভালবাসা তোমার মধ্য তৈরী হচ্ছে ।
খুব তাড়াতাড়ি তা প্রকাশ পাবে ।
যদি তোমার নাম্বার ৩০ এর কম হয় তবে তুমি দ্বিধাগ্রস্ত “তুমি আমাকর ভালবাস কি না তা নিয়ে”
মেয়ের উত্তর চিঠির জবাবে :
প্রিয় জন
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : হা অথবা না দিয়ে
১.যদি কেউ প্রথম সারিতে বসে তাহলে স্বাভাবিক ভাবে তার দিকে চোখ যাবে
ক. হা
খ.না
২.যদি একটা মেয়ে হাসে আর অণ্যের দিকে তাকাই তবে কি তা ভালবাসা
ক.হা
খ. না
৩. গান গাইতে গাইতে যদি কেউ গানের লাইন ভুলে যায় তবে কি সে থামবে না?
ক.হা
খ.না
৪.আমি আমার মেয়ে বন্ধুদের আমার ছবি দেখাচ্ছিলাম । তুমি লুকিয়ে লুকিয়ে তা দেখতে চেয়েছিলে । ঠিক?
ক.হা
খ. না
৫.আমি তোমার হাত ধরতে চাইনা । তুমি কি তা ইতিমধ্য বুঝনাই?
ক.হা
খ.না
৬.আমি কি আমার সবচেয়ে ভাল বান্ধবীর ( রিমু) জন্য অপেক্ষা করতে পারিনা ?
ক. হা
খ. না
৭. আমি কি তোমাকে আণ্যদের মত বন্ধূ হিসাবে বাবা মার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিইনাই?
ক. হা
খ. না
৮. তুমিটো বলেছিলা রজনীগন্ধা. লোটাস ফুল ও পছন্দ করো ।
সত্যি কি?
ক. হা
খ. না
৯. তোমার জন্মদিনের দিন তুমি আমাকে আগেই কলেজে দেখেছো । কিন্তু তুমি কি জানো আমি প্র্রতিদিন আগেই কলেজে যাই
ক. হা
খ. না
যদি কমপক্ষে একটি প্রশ্নের উত্তর হা হয় তবে আমি তোমাকর ভালবাসি না ।
আর যদি উত্তর “না’” হয় তবে ভালবাসার মানে কি তা তুমি জাননা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।