আমাদের কথা খুঁজে নিন

   

পা ভাঙ্গা অসহায় একটি কুকুর এবং আমার ক্ষনিকের ভাবনা...

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর প্রচন্ড গতিতে বিকেলে মোটরসাইকেল চালিয়ে আসছিলাম বাসার দিকে। হটাত একটি পরিত্যাক্ত জায়গায় দেখলাম একটি কুকুর অনেক চেষ্ঠা করছে উচুতে উঠতে, কিন্তু বারবার স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল। খেয়াল করলাম উচুতে আরো তিনটি কুকুর কোন বিয়ের ক্লাবের ফেলে দেয়া খাবার আয়েশি ভঙ্গিতে খাচ্ছিল। কিন্তু নিচুতে থাকা কুকুরটি কোনভাবেই উপরে উঠতে পারলোনা। মোটরসাইকেল থামিয়ে ভাল করে খেয়াল করলাম কুকুরটির সামনের দুটি পা'য়ই ভাঙ্গা। হয়ত কোন মানুষ তার পা দুটি ভেঙ্গে দিয়েছে অতিষ্ঠ হয়ে। এরপর কুকুরটিকে একটি পাউরুটি দিয়ে বিষণ্ণ মনে বাসার দিকে আসতে আসতে ভাবলাম আমরাও কি উপরে থাকা কুকুরগুলোর তুলনায় ভালো যারা নিচে পরে থহাকা কুকুরটিকে সাহায্য করছেনা? আমাদের বাসার বা অফিসের সামনের ফুটপাথ আর গিঞ্জি বস্তিতে থাকা কত নারী-শিশু এমন অনাহারে পরে আছে যারা হয়ত আমরা যারা উচুতে আছি তাদের দিকে নিচে পড়ে থাকা কুকুরের মত ছেয়ে থাকে। ** মানুষের সাথে কুকুরের তুলনায় কেউ আঘাত পেয়ে থাকলে আন্তরিক ভাবে অগ্রিম দুঃখিত।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।