আমাদের কথা খুঁজে নিন

   

কাবুলের হোটেলে তালেবান হামলা :নিহত ১০

আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে কারঘা লেক এলাকায় একটি হোটেলে তালেবান বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। হামলাকারীরা বেশ কয়েকজনকে জিম্মি করেছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। কাবুল পুলিশ প্রধান জানিয়েছেন, নিহতদের মধ্য রয়েছেন বেসামরিক লোক, হোটেলের ৩ জন সশস্ত্র প্রহরী এবং ১ জন পুলিশ অফিসার। তিনি বলেন, আফগান নিরাপত্তা বাহিনী ১৫ জন বেসামরিক লোককে মুক্ত এবং ২ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছে।

কিন্তু হোটেলটি এখনো হামলাকারীদের দখলে রয়েছে। পুলিশ প্রধান আইউব সালাঙ্গি বলেছেন, দুই সন্ত্রাসীকে হত্যা এবং হোটেলের তৃতীয় তলা থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, আমরা বাদবাকী এলাকা থেকে বিদ্রোহীদের নির্মূলে ব্যস্ত রয়েছি। গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় নিরাপত্তা বাহিনী উচ্ছেদ অভিযানে নামে। কয়েক ঘন্টা যাবত্ লড়াই চলে।

অন্ততপক্ষে ৬ তালেবান যোদ্ধা এদের মধ্যে কয়েকজন আত্মঘাতী এ হামলায় অংশ নেয়। ৬টি এলাকা থেকে বিষ্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। লেক কারঘা এলাকাটি একটি বিনোদন কেন্দ্র। পুলিশ বলেছে, রাতে রকেট চালিত গ্রেনেড, ভারী মেশিন গান নিয়ে বিদ্রোহীরা হোটেলে হামলা চালায়। কাবুল পুলিশ তদন্ত ইউনিট প্রধান জোনারেল মোহাম্মদ জহির বলেন, শুক্রবার ভোরে বিদ্রোহীরা আরপিজি রকেট, ভারী ও হালকা অস্ত্র নিয়ে পোজমাই হোটেলে ঢুকে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়।

আল জাজিরার জেনিফার গ্লাসি কাবুল থেকে জানান, যে তালেবান হামলা কবলিত এলাকাটি কাবুল থেকে ৪৫ মিনিটের পথ। এদিকে আফগান তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে ধনী আফগান ও বিদেশিরা এই হোটেলে বৃহস্পতিবার রাতে অশ্লীল নাচ-গানের পার্টি করে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এএফপিকে বলেন, বিভিন্ন দূতাবাসের লোকজন ইসাফ ও কাবুল প্রশাসনের পদস্থ ব্যক্তিরা বৃহস্পতিবার রাতে এই হোটেলে অশ্লীল নৃত্যগীতের আসর বসায়। যে কারণে আমাদের মুজাহিদরা হামলা চালিয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।