আয়ারল্যান্ডে গাড়ি চালানোর সময় একটি ‘গ্যালাক্সি এস ৩’ স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনাটি তদন্ত করছে স্মার্টফোনটির নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডাবলিনের একজন স্যামসাং গ্যালাক্সি এস ৩ ব্যবহারকারী একটি ওয়েবসাইটে গ্যালাক্সি এস ৩ স্মার্টফোন বিস্ফোরণের বর্ণনা ও ছবি প্রকাশ করেন। তাঁর বক্তব্য ছিল, ‘গাড়ির ড্যাশবোর্ডে রাখা অবস্থায় হঠাত্ স্মার্টফোনটি বিস্ফোরিত হয়। ’
ঘটনা প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নিয়েছে স্যামসাং।
ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন স্যামসাংয়ের কর্মকর্তারা এবং স্মার্টফোনটি পরীক্ষা করে দেখেন। পরে তাঁকে নতুন একটি স্মার্টফোন দেওয়া হয়। ওই ব্যবহারকারী পরে মন্তব্য করেন, গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনে কোনো সমস্যা ছিল না। গাড়ির ড্যাশবোর্ড অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্যামসাংয়ের স্মার্টফোনের ক্ষেত্রে বিস্ফোরণের ঘটনা নতুন নয়।
চলতি বছরের মার্চ মাসেও গ্যালাক্সি এস ২ স্মার্টফোন বিস্ফোরিত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল।
এস ৩ বিস্ফোরণের ঘটনায় স্যামসাং এক ব্লগ পোস্টে জানিয়েছে, ‘বিষয়টি খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি। তদন্ত শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ’
স্মার্টফোন ও ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের নতুন পণ্য হিসেবে এই স্মার্টফোনটি বাজারে এনেছে। ১৪ জুন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এই স্মার্টফোনটির।
দাম সাড়ে ৬৭ হাজার টাকা।
৪ দশমিক ৮ ইঞ্চি সুপার অ্যামোলড ডিসপ্লেযুক্ত এই স্মার্টফোনে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ৪.০.৪।
স্মার্টফোনটিতে রয়েছে ১ দশমিক ৪ গিগাহার্টজের কোয়াড কোর এক্সিনস ৪২১২ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, উন্নত ব্যাটারি, ওয়াই-ফাই, ব্লুটুথ ও থ্রিজি সুবিধা।
১৩৩ গ্রাম ওজন ও ৮ দশমিক ৬ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটিতে ফিচার হিসেবে রয়েছে ফেস রিকগনিশন প্রযুক্তি, পেছনের দিকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ৮ মেগাপিক্সেল ও সামনের দিকে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা, ‘এস ভয়েস’ নামে ভয়েস কন্ট্রোল প্রযুক্তি।
(অন লাইন নিউজ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।