আমাদের কথা খুঁজে নিন

   

বহুদিন পর ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরিত হল আজ । শান্ত ক্যাম্পাসকে অশান্ত করার অপচেষ্টাকারীদের প্রতি রইল ধিক্কার

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের গেটের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয় । কার্জন হলের সামনেও একই ঘটনা ঘটে । আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে ক্যাম্পাস । আমি এক ছোট ভাইকে নিয়ে সেই মুহূর্তে গেটের দিকেই যাচ্ছিলাম, পথে কিছু বন্ধু-বান্ধব, বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যাওয়ায় আড্ডা দিতে দিতে ৫ মিনিট দেরি হয়ে গেল । এই ৫ মিনিটে আমাদের হলের গেটে থাকার কথা ছিল এবং ককটেলটি আমাদের গায়ে পরলেও পরতে পারতো ।

গতকাল ঢাকার বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং গাড়ি ভাংচুর, অগ্নি সংযোগের ঘটনার পর আজ সারাদিন ঢাকার যেখানেই গিয়েছি সেখানেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পরার মতো । সচিবালয় থেকে শুরু করে গোটা ঢাবি ক্যাম্পাস নিরাপত্তার চাদরে মোরা । এতটা নিরাপত্তার বেড়াজালেও যদি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে, তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে । ঘটনার পরপরই হলের ছাত্রদের সমন্বিত প্রতিরোধ এবং ককটেল বিস্ফোরণকারীকে ধরার চেষ্টা ছিল চোখে পরার মতো । এমন অবস্থায় দেখার দরকার নেই তারা কারা, কিংবা কোন ছাত্র সংগঠনের নেতা-কর্মী ।

তারা সবাই ছাত্র; হলের নিরাপত্তা রক্ষায় যদি তারা লাঠিসোটা নিয়ে আক্রমণকারীকে ধাওয়া করে, তাতে দোষের কিছু নেই । এখানে ক্যাম্পাসের নিরাপত্তার প্রশ্ন, ছাত্রছাত্রীদের জীবনের প্রশ্ন জড়িত । তাই, কাল যদি কোন পত্রিকায় এদেরই কারো লাঠিহাতে ছবি প্রথম পাতায় ছাপা হয়, আর সেখানে শিরোনাম হয়- "ক্যাম্পাসে ছাত্র...র তাণ্ডব/অস্ত্রহাতে মহড়া"... তাহলে সেটা নিতান্তই দুঃখের ও লজ্জার ব্যাপার হয়ে দাঁড়াবে । সবশেষে, যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত, যারা আমার সুন্দর-প্রাণচঞ্চল ক্যাম্পাসটিকে অস্থির করে তোলার অপচেষ্টায় মত্ত, তাদের প্রতি ধিক্কার জানাই । ধিক্কার জানাই নিরাপত্তা বিঘ্নকারী ককটেল বিস্ফোরণকারীদের, গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগকারীদের প্রতি ।

ধিক্কার জানাই এদেশের স্বাধীনতাবিরোধী শক্তির দেশের শান্তি-বিনষ্টের সকল অপচেষ্টার প্রতি । শান্ত ক্যাম্পাকে অশান্ত করার চেষ্টা সফল হতে দেয়া হবে না । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।