জন্ম থেকে জ্বলছি আঁখি আলমগীর দেশের নামকরা একজন শিল্পী। এক টিভি অনুষ্ঠানে রুবেল নামে এক লোক তারে খারাপ কথা বলায় আমরা সবাই দুঃখ পাইছিলাম। তার পিতার কারনেও তারে অনেক সন্মান করতাম। কিন্তু সে এ কি করলো? মশলাদার হিন্দি গানের অনুকরনে শুধু অশ্লীলভাবে নাচেই নাই। গানে হিন্দি ভাষাও ব্যাবহার করছে। নিজে বলছে বাবুজীরে, জোর কা ঝাটকা লাগে ধীরে। আর পেছন থেকে হামিং করছে চাক দে পাট্টে। মিলা নামের এক বাচ্চা মেয়ে নাহয় ভুল করতে পারে কিন্তু, নন্দিত শিল্পী'র এ কেমন কুরুচী? আঁখি আলমগীরের উপরোক্ত গান ও নাচের প্রতি মনজিল মোর্শেদের দৃষ্টি আকর্ষন করছি। আশা করছি এই সপ্তাহে হাইকোর্ট খোলার সাথে সাথে তিনি এই বিষয়ে মহামান্য বিজ্ঞ বিচারকের আদালতে রিট আবেদন করে আমাদের বাধিত করবেন নতুবা আমাদের চুড়ান্ত প্রতিবাদের দিকেই যেতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।