আমাদের পতাকা আমরা তুলেছি গগনে আমরা রয়েছি সবসময়ে একাত্তরের রণাঙ্গনে । একাত্তরের রণাঙ্গনে । আমরা-তো মুক্তিযোদ্ধার উত্তরসুরি নই স্থির কোনো পাথরের নুড়ি! কণ্ঠে কণ্ঠে তাই উচ্চকিত সমস্বরে নবগান, সহ্য করবো না আর মুক্তিযুদ্ধের কোনো অপমান । শহীদের রক্তস্পর্শ নিয়ে আমরা আগুয়ান। অমানিশা ভেঙে ভেঙে যূথবদ্ধ হয়ে আমরা-তো জেগে থাকি, আমাদের চোখে চোখে খোলা থাকে শহীদের স্বপ্ন-চেতনার আঁখি। (গান , রচনাকাল ২৬.৩.১৩, সুর দেওয়ার জন্য উন্মুক্ত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।