আমাদের বশুবাড়ীর ঘাটের ঐতিয্য আর রক্ষাকরা গেলনা সেখানে াখেন এখন বাজে লোকেরা আড্ডা মারে। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচঁগাঁও চাঠাতি পাড়া সংযোগ সড়কের কাঠের সাকোঁটি বর্ষার পানি আসার সাথে সাথে ডুবে যাওয়ায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে । ফলে বিপাকে পরেছে এ রাস্তা দিয়ে যাতায়ত কারী শিশু বৃদ্ধ অসুস্থ লোকজন। তাছাড়া স্কুলগামী ছাত্র-ছাত্রীদের নিয়ে চরম উৎকন্ঠায় রয়েছে অভিবাবকরা। প্রতিদিন সাতার নাজানা শিশুরা এ সাকোঁটি দিয়ে স্কুলে যাতায়ত করে, যে কোন সময় দূর্ঘটনা ঘটার আশংঙ্কা রয়েছে।
এলাকাবাসী জানান, সাকোঁটি সংস্কারের জন্য তারা চাদাঁ দিয়েছেন তারপরও সাকোঁটি মেরামত করা হচ্ছেনা। এ ব্যাপারে পাচঁগাওঁ গ্রামের দফেদার মো. সেরালী রাঢ়ী জানান, চেয়ারম্যান আমাকে সাকোঁটি পূর্ন মেরামতের জন্য ২০ হাজার টাকা গ্রাম হতে উঠিয়ে দিতে বলেছিলো আমি কিছু টাকা উঠিয়ে রেখেছি কিন্তু চেয়ারম্যান এখোন টাকাও নিচ্ছেনা কাজও করে দিচ্ছেনা। এ ব্যাপারে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলি আহম্মেদ এর সাথে যোগাযেগ করা হলে তিনি জানান,আমাদের ইউনিয়ন পরিষদ হতে ১ ল টাকার বেশী বরাদ্ধ দেওয়া যায়না। কিন্তু এ সাকোঁটি পূর্ন নির্মান করতে ১ লরে বেশী টাকা প্রয়োজন। অতিরিক্ত টাকা এলাকাবাসী দিতে চেয়েছিলো ।
কিন্তু সময় মতো তারা টাকা না দেওয়ায় আমি উক্ত বরাদ্ধ অন্য কাজে লাগিয়ে দিয়েছি। পরবর্তীতে বরাদ্ধ আসলে সাকোঁটি সংস্কারের ব্যাবস্থা দেওয়া হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।