আমাদের কথা খুঁজে নিন

   

কি বুঝলে বল, এটাই তো ভালবাসা

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** তুমি হুলো বিড়ালের মতই নারীর শরীরের ভাঁজে ভাঁজে ভালবাসার রস আস্বাদ করতে পারবে কিনা মেপে মেপে দেখ তুমি আর বাকীদের মতই খুটে খুটে ওই নারীর সতিত্বের পরীক্ষা কর টেষ্টারের মত যেন ঝলসে ফেল সবকিছু তুমি তোমার ক্যাটরিনার মতই বউ চাও যার ঠোটটা অমন, কোমরটা ঐশ্বি রাইয়ের মত তুমি গায়ের রং খুটে খুটে দেখ,চুলের লম্বা আর ভলিউমও মাপ বাজারে সদাই করতে যাওয়া খদ্দরের মত যে কিনা আলু-পটল ঠিক এক কায়দা করে টিপে টিপে দেখে আসল নাকি ভেজাল তুমি তার বাড়ির আভিজাত্য দেখ টাকা আছে তো বিয়ে হলে তোমার বাড়ির লোকদের ভূড়িভোজ খাওয়াতে পারবে তো? আদরের মেয়ে তো যা চায় তা পাওয়া যাবে তো, এত লক্ষী-টক্ষী অবহেলিত মেয়েদের দিয়ে কি হবে, ঝামেলা যে বাংলা সিনেমার মত ফ্যাচ ফ্যাচ করে কাদে সর্বনাশ এইসব পেন্টিয়াম-২ বাসায় আনা যাবে না ইটানিয়ায়ম চলছে যেখানে সেখানে তো এত্ত ওল্ড মডেল এ পোষাবে না, আনতে হবে হট যা দেখেলেই বাকীদের মাথা ঘুরে যায় মন আর ভালবাসা আর মনের হিসাব নিয়ে কি হবে কি জানে তা জেনেও বা কি হবে,এইসব জানার টাইম কই সারাদিন খেটে খুটে হট বউ নিয়ে ঘুরে বেড়াবে যে কিনা তোমার মনের প্রশান্তির চেয়ে তোমার শরীরের আস্বাদ মিটাবে, কেউ না ভাল জানুক তোমার শরীর তো তৃপ্ত হবে ধুর এইসব মেয়ে পাওয়া যায় না এইগুলি ভন্ডামি ধরে ভাল মেয়ে টেয়ে আজকাল আর আছে টাছে নাকি ওই মোটা- ডিসফিগার ভাল মেয়েদের দিয়ে কি হবে ওরা খালি কথায় কথায় ভালত্ব নিয়ে আসে এইসব মেয়েরা খালি মানুষের উপকার করে নিজেদের মহান বানাতে চায়, ধুর এইসব মর জ্বালা মন দিয়ে কি হবে ফিগার আর স্ট্যাটাসই সব আর ভালবাসা টাসা ওসব দিয়ে কি হবে টবে ...... বালিশ বুকে নিয়ে তুমি এভাবেই দিন কাটাও আর ঐ আকাশে তুমি সেই তোমার ভাল মেয়েটিকেই খুঁজে ফির, তাকে নিয়ে ভাবলেই তোমার সব দিন ভাল হয়ে উঠে তোমার গাল বেয়ে দুফোটা অশ্রু বেয়ে পড়ে মুছে একটু পরে তাকে অনুভব করেই অকারনে হেসে উঠ, কি বুঝলে বল, এটাই তো ভালবাসা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.