আমাদের কথা খুঁজে নিন

   

উপর্যুপরি স্যাটোয়ারের জ্বালায় নাস্তিকচীপ আমাকে ফেসবুকে ব্লক দিলেন

আমি কিছুই না..... আবার অনেক কিছু । আজ সকালে আসিফ মহিউদ্দিন আমাকে আনফ্রেন্ড করেন । তার আনফ্রেন্ড করবার সময় ছিল আনুমানি ১০ ঘটিকা । এই ঘটনার পর আমার পুরো পরিবারে শোকের ছায় নেমে আসে । বুয়া সকাল থেকে শুধু কানতাছে ।

একটু বেশীই কানতেছে, ব্যাপার টা সন্দেহ জনক । পেপারওয়ালা শোকে তিন মিনিট নিরবতা পালন করেন । এই ঘটনা শুনে আজ ময়লা ওয়ালা আমার বাসায় ময়লা নিতে আসে নাই । সকালে সকল টিভি চ্যানেল আমার বাসায় । আমি এত শোকেও এড়িয়ে যাই নি তাদের ।

দিগন্ত টিভির ফুল নিউজ টীম খবর টা কাভার করেন । প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন । রাষ্ট্রপতি কাপা কাপা বানী দিছেন । বয়স হইছে , আর কত । বিরোধীদলীয় নেত্রী এটা কে ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেন ।

ব্যারিস্টার রফিক বলেন " কত বড় বেকুবের দেশে বাস করি, সামান্য স্যাটোয়ার সহ্য করতে পারে না । " তিনি শোক উপলক্ষ্যে একটা অনশন ডাকার প্রস্তাব দেন এবং সেখানে তিনি সেজান জুশ খাইয়ে আমার অনশন ভাঙাবেন বলে জানান । ব্যারিষ্টার মওদুদ আসিফ মামার এই রুপ বিদায় কে "পিনিকে মার্ডার" বলে আখ্যা দে । স্কয়ারে নিয়া একটা স্টোমাক ওয়াশ দিতে বলছেন, নাইলে পিনিক যাবে না । চিকিৎসক রা অভিমত জানান, এটা " পাবলিক এটেনশন সিকিং সিনড্রোম" থেকে হয়েছে ।

এছাড়াও তার স্যাটোয়ার ফোবিয়া আছে বলে অভিমত দেন । কিউবান বিপ্লবী গোষ্ঠী নাস্তিকচীপ রে ডলা দেওয়ার সুপারিশ করেন । বিপ্লবী রা হোগা মারা খেতেই পারে, তাই বইলা এই রকম ব্লক দিয়া তো চে হওন যাইবো না । ফিদেল ক্যাস্ট্রো বলছেন, হি ইজ আ-চীপ পারসন । শাহবাগ দোকানদার মালিক পরিষদ ব্যাপার টা কে স্বাগত জানাইছে ।

তার রামপুরা থেকে প্রচুর পরিমানে আইক্কাওয়ালা বাশ এবং আচাছা বাশ আনতেছে । জাতীয় বয়াতী গোষ্ঠি আসিফ কে স্বাগত জানান । তারা তাদের ঢুলীর পদে আসিফ ভাইকে নেবার পরিকল্পনা করছনে । এক পর্যায়ে তারা বলেন, " আসিফের মত ঢোল সারা বাংলায় কেউ বাজায় না " এক পর্যায়ে তারা সিডাটিভের(আমার) নিন্দা করেন সংসদে স্পিকার শোক প্রস্তাব দিছে । এ জন্য স্পিকার তিন মিনিট নিরবতা পালনের জন্য আবেদন জানালেও পাপিয়া আপা এতে চেতে যান এবং বলেন " আসিফ কোন হ্যাডা ?" যে তার লাইগা চুপ থাকতে হবে ?" এই বলে তিনি এক লীগের সাংসদ যার ডাক নাম আসিফ, তার কলার চেপে ধরে উসকাইয়া ফালান ।

দেলওয়ার হোসেন সাঈদী এই শোক সংবাদ শুনে আরেক বার মারা যান । তবে বিকেল নাগাদ তিনি আবার জীবিত হয়ে উঠেছেন । বিকালে মিলাদের আয়োজন করা হয় । মিলাদ কার জন্য এটা ঈমাম কে জানানো হলে ঈমাম কাছা দিয়া দৌড় দেন । এখন পর্যন্ত ঈমাম রে খুজে পাওয়া যায় নাই ।

পরবর্তী আপডেট থাকলে দিমু নে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।