আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএসসি (বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের )ওয়েবসাইট হ্যাকড | বাংলার হ্যাকাররা কোথায়?

বাংলাদেশের হাজার হাজার বিসিএস পরীক্ষার্থীর আশা ভরসার উত্‍স bpsc.gov.bd ওয়েবসাইটটি কিছুক্ষণ আগে Dr. RAT নামে একজন বার্মিজ হ্যাকার দ্বারা দখল হয়ে গেছে। সামনেই ৩৩ তম বিসিএস এর রেজাল্ট হওয়ার কথা। এছাড়া ৩১ তম বিসিএস এর ভাইভা রেজাল্ট হওয়ার কথা। মিয়ানমারের সাইবার আর্মি , ব্লিঙ্ক হ্যাকার গ্রুপ, মিয়ানমার ক্র্যাকর টিম এবং ইন্ডিয়ান সাইবার আর্মি যৌথ উদ্যোগে এই অকর্মটি সাধন করেছে বলে তাদের দম্ভোক্তি পোস্ট করেছে। Myanmar Cyber Army---=--- Blink Hacker Group---=---Myanmar Hacker United---=--- Myanmar Cracker Team---=--- Indi Shell---=--- India Cyber Army---=--- Special Thanks to:: Black Venom. We all are Unit বিপিএসসি এর সাইটের হোম পেজ এ বাংলাদেশ সরকারের প্রতি তারা যে মেসেজ টি পোস্ট করেছে তা এরকম- “To Bangladesh Government ;>>>> Stop your hackers and media shitting the world with fake stories about Rohingya !!! Rakhine is our state and there is no place for Rohingya !!!! Get out of our land Rohingya, and take your RUDE Rohingya back to your own country Bangladesh !!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।