আপনাদের মাধ্যমে নিজেকে জানার চেষ্টা করছি। ৭ তারিখ রাত ১১.৫৯ মিনিটের পূর্বে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে তাদের বিজ্ঞপ্তিতে। ফি পরিশোধের জন্য মোবাইলে টাকা রিসার্জ করে ম্যাসেজও পাঠানো হয়েছে। সবকিছুই সঠিক সময়ে করা হয়েছে। তারা ঠিক সময়ে রিপ্লাই দিতে না পারায় হাজার হাজার যুবকের বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের স্বপ্ন ভেঙ্গে গেল।
বিষয়টা ভালো করে যাচাই না করে ঘাড়তেড়া একটা সিদ্ধান্ত সবার উপর চাপিয়ে দিলেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন। তাদের ভুলের মাসুল দিতে হবে প্রার্থীকে। আর যারা ফরম পূরনের ব্যবসা করেছেন, তারা পড়েছেন আরও বড় বেকায়দায়। মোবাইলে ৫০ জন প্রার্থীর জন্য ২৫ হাজার টাকা রিচার্জ করার পর ম্যাসেজ পাঠানোর পর যদি কোন রিপ্লাই না আসে সেই দোষটাও সেই ব্যবসায়ীর ঘাড়ে গিয়ে পড়ে (এভাবে সারাদেশে ৭০০০ জন প্রার্থীর স্বপ্নভঙ্গ হলো)। যার জন্য তাকে স্বপ্ন ভেঙ্গে যাওয়া সেই লোকগুলোর গালি শুনতে হবে।
মোবাইলে রিচার্জ করা টাকা টেলিটকের ব্যর্থতার কারণে টাকা না কাটায় (ফাইনাল এসএমএস না আসায়) তাকে ওই টাকা ফেরত দিতে হবে, পাশাপাশি আরও সমস্যা উদ্ভুত হবে। এসব সমস্যার সমাধান পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় যিনি ভালোভাবে সমস্যাটা না বুঝে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, তিনি কি সমাধান করতে পারবেন? পারবেন এই ৭০০০ প্রার্থীর স্বপ্ন ফিরিয়ে দিতে। তারাতো আর ৭তারিখ রাত ১১.৫৯ টার পর ফরম পূরণও করে নাই, ফি পরিশোধের এসএমএসও পাঠান নাই। তাহলে তাদের দোষ কোথায়? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।