জনক কিংবা পিতাকে নিয়ে প্রশ্ন তোল না// যে মায়ের আঁচলে ভাত খাওয়া হাত মুছেছি, কোনোদিন এই আমি তার সামনে দাঁড়াতে পারব না।// (নজরানাঃ জাতির জনক শেখ মুজিবকে) এক বাংলাদেশের প্রুফ দেখছিলাম। হাসিনা, খালেদা ছাড়া আপাতত শুদ্ধ করার মতো শব্দ পেলাম না। দুই মাঝে মাঝে কবিও যেন কিছু খুঁজে বেড়ান জলজ উৎসব হয়; অজান্তে সব ভুলে যান। তিন আর মন চাই না, এবার রাত্রিতে তোমার দেহের খাতা খুলে দিও আমি নই, ইদানীং নিশি রাতের স্বপ্নরাই অধিক বেশি যৌনপ্রিয়। চার প্রেম একটি নিরেট সনেট, যার অষ্টকে থাকে প্রেমিকা, আর শেষ ষটকে প্রেমিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।