টেক্সটাইল প্রকৌশলী হিসাবে কর্মরত । ১# বাঙ্গালী মাত্রই তার অধিকার সম্পর্কে সচেতন কিন্তু তার দায়িত্ব সম্পর্কে সচেতন নয় । ।
[এটা দেয়ার কারন হইলো আজ বাসে এক আপু উঠে এক ছেলেকে বলে এটা মেয়েদের সিট । ।
ছেলেটা টিকেট কিনা আসছে কিন্তু মেয়েটা টিকেট কিনে নাই বরং বাসের হেল্পার এর কাছে টাকা দিছে । । তাইলে টাকাটা বাস এর মালিক পায় নাই এবং এটা পুরাই বেআইনি । । মানে আপুটা তার অধিকার সম্পর্কে সচেতন কিন্তু তার দায়িত্ব সম্পর্কে সচেতন নয়]
২# আমাদের দেশ এর বিরোধীদল মাত্রই হরতাল দেয় তাদের নিজেদের মতলব হাসিল করার জন্য ।
। বাংলাদেশ ক্রিকেট টিম কে পাকিস্তান পাঠানো হইতাসে আমাদের বিরোধীদল ওই ইস্যুতে কোন হরতাল দেয় নাই । । তারা হরতাল দেয় নিজের বাড়ির জন্য, পোলার মামলা তুইলা নেয়ার জন্য, আর যুদ্ধঅপরাধীদের বিচার বন্ধ করার জন্য । ।
যেখানে দেশের কিছু গর্বকে মরনপুরিতে পাঠানো হইতাসে সেখানে এটা নিয়া হরতাল দেয়া যাইতেই পারে । ।
৩# আজকে পথসবায় বিরোধীদল এর চেয়ারপারসন বলেছে সরকার যুদ্ধঅপরাধীদের বিচার রাজনৈতিক কারনে করতাসে । । এইভাবে বিচার করলে হবে না ।
। তারা সরকার গঠন করলে তারা যুদ্ধঅপরাধীদের বিচার করবে । । তোমরা কোরবা জামাতের ঘোড়ার বিচার । ।
[এটা কিন্তু একটা জোকস কইসে, এতো মানুষ কষ্ট করে আসছে তাদের বিনদুন দেয়া তো দরকার। । তাই মনে হয় এটা কইসে]
লেখক
FERDAUS AHMED NOBIN ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।