শুভ নববর্ষ-১৪২০। আজ বাংলার ইবই কর্তৃক প্রকাশিত হলো ৩৯জন কবির কবিতা নিয়ে বিশেষ কবিতা সংকলন ‘শব্দরূপ’। বইটি পড়বার জন্য বন্ধুদের সবিনয় আমন্ত্রন জানাচ্ছি। নিচের লিংকে ক্লিক করে বইটি ডাউনলোড করতে পারবেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শব্দরূপ এই সংকলনে যাঁরা কবিতা ও কাব্যভাবনা লিখেছেন- টোকন ঠাকুর, মজনু শাহ্, মুজিব মেহদী, সরদার ফারুক, তুহিন দাস, সজল সমুদ্র, ফয়সল অভি, আল ইমরান সিদ্দিকী, হিজল জোবায়ের, বিধান সাহা, সৌমিত্র চক্রবর্তী, ফয়সল আদনান, রুদ্র হক, গ্যাব্রিয়েল সুমন, মনিরুজ্জামান খান, ডাল্টন সৌভাত হীরা, জাহান আলী, আমিনুল ইসলাম, অসীম কুমার সরকার, সৈয়দ সাইফুর রহমান সাকিব, আব্দুল্লাহ জামিল, মর্তুজা হাসান সৈকত, অঞ্জন খান, চৌধুরী ফাহাদ, সৈয়দ রায়হান বিন ওয়ালী, তামিম মাহমুদ, জয়ন্ত জিল্লু,অনন্যা ব্যানার্জী, রুমান শরীফ, সৈয়দ আবু মকসুদ, সাকিয়া রিপা, রূপময় ভট্টাচার্য, রহমান মাসফিক, সাইফুল ইসলাম খান, ইমেল নইম, ঝুমা দাস, সাঈদা ফেরদৌসী মিমি, আজম মাহমুদ ও জিনাত জাহান খান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।