আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সাহিত্যের প্রিয় কবিদের প্রিয় কবিতা নিয়ে পোষ্ট গুলোর সংকলন

YOU'RE LOOKING AT ME BUT I'M LOOKING THROUGH YOU আমার কবিতা পড়তে ভাল লাগে। তাই সামুতে কবিতা পোষ্ট গুলো সার্চ করছিলাম। কিন্তু দেখলাম বিভিন্ন কবিদের একক কবিতা নিয়ে অনেক পোষ্ট থাকলেও এক সাথে অনেক গুলো কবিতার পোষ্ট অনেক কম। আমি সার্চ করে আর কয়েকজন ব্লগারের প্রিয় পোষ্ট খুঁজে লিঙ্ক গুলো পেয়েছি। এর আগে ব্লগার রেজওয়ান মাহবুব তানিম একই বিষয়ে অনেক সুন্দর একটা পোষ্ট দিয়েছেন।

পোষ্ট টা অনেক পরে আমার চোখে পড়েছে, উনার পোষ্টে দেয়া লিঙ্ক গুলোর মধ্যে কয়েকটা ছাড়া বাকি গুলো এখানে না দেয়ার চেষ্টা করেছি। ১। প্রিয় কবিতা : ব্লগ পাঠের আনন্দ (সংকলন পোস্ট)-রেজওয়ান মাহবুব তানিম ২। বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো:-*/ সামুর প্রতিটা ব্লগার এবং পাঠকের যা অবশ্যই পড়া উচিত। -শব্দহীন জোছনা ৩।

বিভিন্ন কবির নির্বাচিত ৬২টি কবিতা নিয়ে নির্বাচিত কবিতা সমগ্র -ফারজুল আরেফিন ৪। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কবিতা-কাউসার আলম ৫। ভালোলাগার ২৩ টি কবিতা !!!-কবিতা পোস্ট ৬। ঝরা পালক : জীবনানন্দ দাশ-একরামুল হক শামীম ৭। কবি সমর সেন এর ১৩টি কবিতা-নির্ঝর নৈঃশব্দ্য-২ ৮।

প্রিয় বিনয় মজুমদারের আঠারোটি কবিতা-নির্ঝর নৈঃশব্দ্য-২ ৯। ছোটবেলায় পড়া ছড়া-কবিতা ....... ( কয়টা মনে আছে আপনার ? )- দস্যু রত্নাকর ১০। প্রিয় প্রেমের কবিতারা...প্রথম কিস্তি-বাবর মোহাম্মদ ১২। নির্মলেন্দু গুণের প্রেমের কবিতা... -দস্যু রত্নাকর ১২। নির্মলেন্দু গুণের কিছু প্রিয় কবিতা-মোঃ হারুন অর রশিদ (অমি) ১৩।

পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা-রাহা ১৪। প্রিয় কবিতা সমূহঃ ( প্রিয় স্বদেশ, প্রিয়তমা মাতৃভূমি, প্রিয় বাংলা ভাষা আমার)-শাদা-অন্ধকার ১৫। ডুবে আছি আবুল হাসানে-রাহা ১৬। আমার কিছু প্রিয় জ়ীবনানন্দ দাশের কবিতাগুচ্ছ- তিথির অনুভূতি ১৭। আহসান হাবীব: আমি কোন আগন্তুক নই-রেজওয়ান মাহবুব তানিম ১৮।

কবি আব্দুল মান্নান সৈয়দ-এর ১০টি কবিতা-নির্ঝর নৈঃশব্দ্য-২ ১৯। সুকান্তের কয়েকটি প্রিয় কবিতা-কুয়াশার ব্লগ ২০। তসলিমা নাসরিনের কয়েকটি অসাধারণ কবিতা-তমসো দীপ ২১। কাজী নজরুল ইসলাম এর ১০ টি কবিতা । -কাওসার সিদ্দিকী ২২।

যে কবিতা লিখে কবি হয়েছিলেন নন্দিত অথবা নিন্দিত.... -দস্যু রত্নাকর ২৩। হেলাল হাফিজ : যে জলে তাঁর আগুন জ্বলে -দস্যু রত্নাকর ২৪। কাজী নজরুল ইসলামের দুটি কবিতা-নীল-দর্পণ ২৫। "সুকান্ত"-এর ৩ টি কবিতা-প্রতিবাদী কন্ঠস্বর ২৬। প্রিয় কবিতা - মহাদেব সাহা-অনিন্দিতা_একা ২৭।

আবুল হাসানের কয়েকটি অপ্রকাশিত কবিতা: কোমল গান্ধার, অপর পিঠ ও রক্তের মুখ-রেজওয়ান মাহবুব তানিম ২৮। চেনা ছড়া'র হাফ সেন্চুরী - ১৫০টি চেনা ছড়া- মনিরুল হাসান ২৯। সুকুমার রায়ের ছড়া সমস্টি। -ব্রাইট ৩০। ছোট্টবেলার ছড়া গুলো.......(বাচ্চাদের পোষ্ট,বড়রা ঢুকবেন না)-ফারিয়া ৩১।

স্মরণ: কবি শামসুর রাহমান এবং তার বারোটি কবিতা-নির্ঝর নৈঃশব্দ্য-২ ৩২। শুভ জন্মদিন, প্রিয় কবি নির্মলেন্দু গুন (প্রিয় কবিতা সংকলন)-আশরাফুল ইসলাম দূর্জয় ৩৩। প্রিয় কবিতা: রবীন্দ্রনাথ ঠাকুর (শেষের কবিতা উপন্যাস থেকে)-জলপাই দেশি ৩৪। প্রিয় কবিতা জড়ায়ে রাখে আমায়! (পর্ব - সুনীল)- আশরাফুল ইসলাম দূর্জয় ৩৫। আমার পড়া নজরুলের কিছু প্রিয় কবিতা।

- মো: সাদ্দাম আদিল ৩৬। `ঈশ্বরের চোখ' থেকে : কবি রণজিৎ দাশের ১০টি কবিতা-সফেদ ফরাজী...... ৩৭। যে কবিতা পুরোনো হয়না-পর্ব সাকুল্য-কথক পলাশ ৩৮। সর্দি হলে আপনি যেভাবে ছড়া কাটবেন ! (একটি বিচিত্র পোস্ট ) -মরুহুম ব্লগার ৩৯। প্রিয় কবি জীবনানন্দ দাশ, তাঁর কিছু কথা এবং কিছু কবিতা -স্বপ্নবাজ বাউন্ডুলে ৪০।

প্রথম শ্রেণী হতে মাধ্যমিক পর্যন্ত পাঠ্য সকল ছড়া ও কবিতার সংকলন। (প্রথম পর্ব)-তন্দ্রা বিলাস কিছু ব্লগার যাদের বিভিন্ন কবির কবিতা নিয়ে অনেক সুন্দর সুন্দর পোষ্ট আছেঃ ✒ দস্যু রত্নাকর ✒ অনিন্দিতা_একা ✒ কবিতা পোস্ট ✒ আবদুর রাজ্জাক শিপন ✒ আবু নাঈম (পোষ্ট টা একটু ভয়ে ভয়ে দিয়েছি ) আপনাদের পছন্দের কোন কবিতা পোষ্ট থাকলে দিয়ে যাবেন। আমি যুক্ত করে দিব। *** দুঃখজনক ব্যাপার, অনেক প্রিয় কবিদের কবিতা পোষ্ট সামুতে নেই। জসীমউদ্দিন এর বেশ কিছু কবিতা একসাথে কোন পোষ্ট আমি খুঁজে পাইনি।

কারো কাছে থাকলে দিবেন অথবা কেউ তার কবিতা নিয়ে একটা পোষ্ট দিয়েন। ভাল থাকুন। তোমাকে কোনদিন ও বলতে পারিনি ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।