স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে নতুন বাংলা মুভি হেমলক সোসাইটির বেশির গানই ভালো লেগেছে , কিন্তু এই গানটা শুনতেই আছি ! আপনারাও শুনতে চাইলে দেখতে পারেন । গানটি সুর করেছেন ও লিখেছেন : অনুপম রয় গেয়েছেন :শিলাজিৎ মূর্খাজী গানের কথাগুলো দেখেন এইখানে : তুই চিরদিন তোর দরজা খোলে থাকিস , অবাধ আনাগোনার হিসেব কেনো রাখিস ? সাক্ষাত আলাদিন, তোর প্রদীপ ভরা জ্বীনে , কেনো খোজতে যাস আমায় সাজানো মেগাজিনে ? ভেজা রেলগাড়ি , হয়তো সবুজ ছুঁয়ে ফেলে , আর সারাটা পথ ভীষণ খামখেয়ালি চলে । তারপর বেরোয় মেঘের তারায় ভরা স্টেশন , একটু থামতে চায় প্রেমিকের inspiration ! তোর এই সকাল ঘুম কেড়ে নিতে পারি , তোর এই বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি , তোকে আলোর আলপিন দিতে পারি.... তোকে বসন্তের দিন দিতে পারি , আমাকে খোজবে জলফড়িং ! ছুড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি , শুন্যে খুরোর কল সব মিথ্যে আহামরি , খুব দুঃসময় চাই , তোর পাজরভাঙ্গা চিৎকার . অন্য গানের সুর ,তোর অদ্ভুত এই অহংকার । তোর এই সকাল ঘুম কেড়ে নিতে পারি , তোর এই বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি , তোকে আলোর আলপিন দিতে পারি , তোকে বসন্তের দিন দিতে পারি ... আমাকে খোজবে জলফড়িং ! গানটি আমি উৎসর্গ করছি আমার খুব প্রিয় একজন বন্ধু , আমার জীবনের সেরা একজন বন্ধুকে স্বপ্নময়ী_আমি কে । আর আপনাদের যারা গানটা শুনতে চান এখানে পেতে পারেন .... ইউটিউবের লিংক শুনতে থাকুন আর মন ভালো রাখুন । ও ভালো কথা অনেকেই কিন্তু কোয়েল মল্লিককে ভালোবাসেন । তাদের জন্য গানটা আরো ভালো লাগার কথা । হা হা হা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।