I always tell the truth. Even whn I lie. তুই চিরদিন, তোর দরজা খুলে থাকিস অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস? সাক্ষাত আলাদিন, তোর প্রদীপ ভরা জ্বীনে কেন খুজতে যাস আমার সাজানো ম্যাগাজিনে ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুয়ে ফেলে আর সারাটা পথ ভিষন খাম খেয়ালে চলে তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন একটু থামতে চায় প্রেমিকের ইন্সিপিনেশন তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি তোর এ বিকেল ঘুড়ি ছিড়ে দিতে পারি তোকে আদর আলপিন দিতে পারি তোকে বসন্তের দিন দিতে পারি আমাকে খুজে দে জলফড়িং ছুড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি শুন্যে ঘুরুক বল সব মিথ্যে আহামরি একটু শুনতে চাই তোর পাজর ভাঙ্গা চিৎকার অন্য গানের সুর তোর অদ্ভুত এ অহংকার তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি তোর এ বিকেল ঘুড়ি ছিড়ে দিতে পারি তোকে আলোর আলপিন দিতে পারি তোকে বসন্তের দিন দিতে পারি আমাকে খুজে দে জলফড়িং এককথায় অসাধারন একটা গান। এমন চমৎকার বাংলা নতুন গান বহুদিন শুনিনা। আবারও স্বীকার করছি অনুপম রয় সত্যি টেলেন্টেড। গানটি সুর করেছে অনুপম, লিখেছেও নিজে এবং মিউজিকও তার। শুধু গানটা গেয়েছে শিলাজিত মজুমদার। এটা Hemlock Society নামক কলকাতার একটা ফিল্ম এর গান। গানটি শুনতে পারবেন এখানে ঃ জলফড়িং ডাউনলোড করতে পারবেন এখানে ঃ জলফড়িং
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।