আমাদের কথা খুঁজে নিন

   

NOKIA S40 ফোনের স্ক্রিনশট নিন ছোট্ট এই সফটওয়্যার দিয়ে!

প্রেমই জীবন... আমরা বিভিন্ন সময় মোবাইল স্ক্রিনের ছবি (স্ক্রিনশট) নিতে চাই। কিন্তু সফটওয়্যার এর অভাবে নিতে পারি না। এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে পেয়ে গেলাম এই সফটওয়্যারটি। তবে এর মাধ্যমে স্ক্রিনশট নিতে আপনার একটি কম্পিউটার লাগবে! অর্থাৎ, এটি একটি পিসি সফটওয়্যার। সবার আগে মিডিয়াফায়ারের এই লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

ডাউনলোডের পর আনজিপ করে NSD (NOKIA SCREEN DUMPER) অ্যাপ্লিকেশনটি চালু করুন। এরকম আসবে। সফটওয়্যার টি চালু করার পর আপনার S40 NOKIA মোবাইলটি ডাটা কেবল দিয়ে কম্পিউটারের সাথে যুক্ত করে pc suite mode এ দিয়ে রাখুন। এবার উপরের ছবিতে দেখানো উপায়ে ১ ও ২ নং এ পর্যায়ক্রমে ক্লিক করুন। CONNECTION OK দেখাবে।

এবার আপনি মোবাইলের যে পেজ এর ছবি তুলতে চান, সেই পেজে যান। যেমন, আপনি যদি gallery এর স্ক্রীনশট নিতে চান, তাহলে gallery তে যান। তার পর কম্পিউটারের ওই সফটওয়্যার এ DUMP লিখা বাটনে ক্লিক করুন(উপরের ছবির ৩ নং ধাপ)। এবার আপনি স্ক্রিনশটটি দেখতে পাবেন। এভাবে… ৪ নং ধাপ হলঃ SAVE DUMP এ ক্লিক করে স্ক্রিনশটটি সেভ করা।

পানির মত সহজ! ৫ নং ধাপটি তখনই ব্যবহার করবেন, যখন আপনি কোন JAVA অ্যাপ্লিকেশন এর স্ক্রিনশট নিবেন। যেমন, অপেরা মিনি, মিগ৩৩ ইত্যাদি। এসব ক্ষেত্রে DUMP বাটনে ক্লিক করার আগে JAVA এর পাশের বক্সে টিক দিয়ে নেবেন(ছবির ৫ নং ধাপ দেখুন)। এবার নিজের মোবাইল দিয়ে চেষ্টা করে দেখুন। সফল হবেন আশা করি… অনলাইনে খেলা দেখতে চাইলে এখনই ক্লিক করে চলে আসুন আমার ব্লগে... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।