আমাদের কথা খুঁজে নিন

   

আসছে Nokia N8 মডেলের জোসসস্ একটি হ্যান্ডসেট. . . Nokia N8 রিভিউ

যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(
কিছুদিন পরেই আসছে Nokia N8 মডেলের দারুন একটি মোবাইল সেট। ১২ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত হবে মোবাইল সেট'টিতে যা দ্বারা আপনি হাই-ডেফিনেশন (HD) ভিডিও রের্কড করতে পারবেন। হ্যান্ডসেট দ্বারা রের্কড করা ভিডিও ক্যায়ালিটি দেখতে >এখানে < ক্লিক করে ভিডিও স্যাম্পল দেখতে পারেন। ফেসবুকের মত স্যোশাল নেকওর্য়াকিং সাইটগুলো ব্যাবহার করা যাবে খুব সহজে। ওয়েব টিভি দেখা যাবে এই মডেলের সেট দ্বারা।

সিমবিয়ান ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে নির্মিত এন-৮ নামের নতুন হ্যান্ডসেট বাজারে এনেছে মোবাইল জায়ান্ট নোকিয়া। Nokia N8 হ্যান্ডসেটে আছে ১২০০ মিলি অ্যাম্পায়ার আওয়ার ব্যাটারি। ডিসপ্লে থাকবে ৩.৫ ইঞ্চি টাচস্ক্রিনে। ১৬ গিগাবাইট মেমোরি থাকবে আপনি ইচ্ছে করলে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এতে ব্যবহার করা যাবে জিএসএম/এজ, ৫ ব্যান্ড থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ ও ২.১ জিপিএস।

এন ৮ এ আরো আছে মাইক্রো ইউএসডি, বিল্টইন এফএম ট্রান্সমিটার এবং অভি ম্যাপ। Nokia N8 ৫টি ভিন্ন রঙে সেটটি নকিয়া বাজারে আনার ঘোষনা দিয়েছে নকিয়া। ইউরোপের বিভিন্ন দেশে সম্প্রতি এটি রিলিজ করা হয়েছে। আমাদের দেশে আসতে হয়তো আরো কিছু দিন অপেক্ষা করতে হবে। প্রাথমিক অবস্থায় সেটটির দাম নির্ধারন করা হয়েছে ৫০০ ইউএস ডলার বা ৩৭০ ইউরো বাংলাদেশী টাকায় ৩৫,০০০ টাকা (প্রায়)।

Nokia N8 হ্যান্ডসেটটির জন্য কিছু ভিডিও ক্লিপ নিচে দেয়া হলো : Nokia N8 - Sneak Peek Nokia N8 - Photo Workflow Nokia N8 - Media wall Nokia N8 - HDMI TV Out Nokia N8 - What will you do with it?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.