আমাদের কথা খুঁজে নিন

   

nOkia সমস্যা


আমার বাবা একটি নোকিয়া ৫২২০ ব্যবহার করেন।সেটটার বয়স ৭-৮ মাস!এর মধ্যে বাছাধন ২-৩ বার সার্ভিস সেন্টার ঘুরে এসেছেন!এখন নতুন একটা সমস্যা দেখা দিয়েছে সেটটায় গান বাজতেসে না!!! মেমরি কার্ড এ ঢূকে কিংবা মিউজিক প্লেয়ার এ ঢুকে কোনো ভাবেই গান চালানো যাচ্ছেনা এভাবে গান চালাতে গেলে দেখাচ্ছে “not enough memory” কিন্তু সেটের পাশের শর্টকাট কী দিয়ে গান বাজানো যাচ্ছে,সেক্ষেত্রে আবার মিউজিক প্লেয়ার টা স্ক্রিনে দেখা জাচ্ছে না......এমতাবস্থায় আমার কি করনীয়???কেউ যদি জেনে থাকেন তাহলে তার গঠনমুলোক সমাধান দিতে পারবেন বলে আশা রাখি।অপ্রয়োজনীয় মন্তব্য কাম্য নয়!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।