পাত্তাই পেল না দিল্লি ডেয়ারডেভিলস। ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) আজকের প্রথম খেলায় দিল্লিকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থান রয়্যালস।
এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৫৪ রান তোলে দিল্লি। জবাবে মাত্র একটি উইকেট হারিয়ে ইনিংসের ১৩ বল বাকি থাকতে জয়ের দেখা পায় রাজস্থান।
রাজস্থানের জয়ের নায়ক অজিঙ্কা রাহানে।
ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৪৫ বলে ৬৩ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। কম যাননি আরেক উদ্বোধনী ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ও। ৪৮ বলে ৫৩ রান করেন তিনি। দ্রাবিড়-রাহানের উদ্বোধনী জুটিতেই ১০৮ রান তোলে রাজস্থান। ম্যাচ শেষ হওয়ার সময় ১৪ বলে ২৮ রান নিয়ে অপরাজিত ছিলেন শেন ওয়াটসন।
দিল্লির সফলতম বোলার সিদ্ধার্থ কাওল। রাজস্থানের পতন ঘটা একমাত্র উইকেটটি নেন তিনিই।
প্রথমে ব্যাট করা দিল্লি ১৫৪ রান তুলেছিল বেন রোহরার হাত ধরে। ৪০ বলে ৬৪ রান নিয়ে অপরাজিত থাকেন অস্ট্রেলীয় এই ব্যাটসম্যান। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রানের ইনিংসটি আসে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের ব্যাট থেকে।
কেদার যাদব ২৩ রান নিয়ে অপরাজিত থাকেন। রাজস্থানের হয়ে জেমস ফুলনার, শেন ওয়াটসন, স্টুয়ার্ট বিনি ও সিদ্ধার্থ ত্রিবেদী প্রত্যেকে একটি করে উইকেট নেন। সূত্র: ক্রিকইনফো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।