ভারতের রাজধানী নয়াদিল্লিসহ বিভিন্ন শহরে দিন দিন নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। ইভটিজিং ও ধর্ষণের ক্রমবর্ধমান ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে দিল্লিকে ‘ধর্ষণের নগরী’ পর্যন্ত বলে থাকেন।
অনেক সমাজবিজ্ঞানী ও মানবাধিকার কর্মী বলছেন, দেশটির সমাজজীবনে যে মারাত্মক নৈতিক অবক্ষয় ঘটেছে, তারই ফল হচ্ছে এসব ঘটনা। নারী নির্যাতনের ঘটনায় অর্ধনগ্ন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন চ্যানেলগুলোর যৌন উস্কানিমূলক সিরিয়াল অনুঘটক হিসেবে কাজ করছে। বিশেষ করে চলচ্চিত্র ও সিরিয়ালের ধর্ষণের দৃশ্যগুলো দেখে তরুণ ও যুবকরা এ কাজে উত্সাহিত হচ্ছে বলে তারা মনে করছেন।
:: জানুয়ারির প্রথম সপ্তাহেই বিচার
দিল্লীতে বাসে গণধর্ষনের ঘটনার বিচার কাজ দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই ঘটনায় ইতোমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আগামি মাসের প্রথম দিকেই বিচারের মুখোমুখি করা হবে। জনরোষের মুখে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ধর্ষনের অন্য মামলাগুলোও সচল করে বিচারকাজ সম্পন্ন করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
:: ফের জম্মুতে বাসে ধর্ষণ : আটক ২
ভারতের নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় যখন উত্তাল পুরো দেশ, ঠিক তখনই একই রকম ঘটনা ঘটে দেশটির উত্তরে অবস্থিত রাজ্য জম্মুতে। রাজ্যটির
পুলিশ জানায়, সোমবার রাতে একটি মিনি বাসে ৩৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করে দুই যুবক। ধর্ষক দুজন হলো বাসের চালক জ্ঞান সিং এবং তার বন্ধু শাম্মি। এ ঘটনার পর অভিযুক্ত দু’জনকেই আটক করেছে পুলিশ
লিংক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।