আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন : আহসান মঞ্জিলের নামকরণ ও বাংলা সনের প্রবর্তক

চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক অনেক ঘটনার সাক্ষী ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত মোগল আমলের স্থাপনা আহসান মঞ্জিল। ১৮৭২ সালে নওয়াব স্যার আবদুল গনি তাঁর ছেলে নওয়াব আহসানউল্লাহর নামানুসারে এই প্রাসাদের নামকরণ করেন। দেশ-বিদেশের বিখ্যাত অনেক ব্যক্তি এখানে আতিথ্য গ্রহণ এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক করেছেন। ১৯০৬ সালে এখানে বসেই উপমহাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল মুসলিম লীগ গঠনের সিদ্ধান্ত হয়। বাংলা সনের প্রবর্তক মোগল সাম্রাজ্যে হিজরি বর্ষ অনুসারে খাজনা আদায় হতো।

কিন্তু হিজরি বর্ষ চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় তা প্রায়ই ফসল তোলার সময়ের সঙ্গে মিলত না। ফলে খাজনা আদায়ে বেগ পেতে হতো। ঠিকমতো খাজনা আদায়ের লক্ষ্যে মোগল সম্রাট আকবরের নির্দেশে জ্যোতির্বিজ্ঞানী ফতেহ্ উল্লাহ সিরাজী ফসলি সন বা বাংলা সন গণনার পদ্ধতি প্রবর্তন করেন। হিজরী সনকে ভিত্তি ধরে ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ থেকে বাংলা বর্ষ গণনা শুরু হয়। তবে এই পদ্ধতি কার্যকর হয় আকবরের সিংহাসনে আরোহণের দিন ৫ নভেম্বর ১৫৫৬ সাল থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.