কত রকম অদ্ভূত ইচ্ছে আসতে পারে মানুষের মনে কিন্তু কখনো কি শুনেছেন পুরুষ হয়ে জন্মিয়ে নারী হওয়ার ইচ্ছে জাগে, তা তাড়িয়ে বেড়ায় সারা জীবন এবং অবশেষে আশি বছর বয়সে এসে তা পূরণ হয়। এমনি এক বিরল ঘটনা ঘটল চিনে। চীনের কিয়ান জিংফান জন্মেছেন পুরুষ হয়ে। কিন্তু শৈশব থেকে তাঁর মনে এক অতৃপ্ত সাধ—ইস্, যদি নারী হতে পারতাম! কিয়ানের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে ৮৪ বছর বয়সে এসে।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, কিয়ান বিবাহিত।
এক সন্তানের জনক। কিন্তু নারী হওয়ার ‘গোপন’ সাধ কিয়ান প্রথম প্রকাশ করেন চার বছর আগে, ৮০ বছর বয়সে এসে। এ সময় তিনি নারীর পোশাক পরতে শুরু করেন, শরীরে নারীর বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে হরমোন নেন। নিজের নাম বদলে রাখেন ইয়ালিং। এখন কেবল অস্ত্রোপচারের কাজটি বাকি।
কিয়ান জানান, লিঙ্গ পরিবর্তন করার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এই অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ ও জটিল। ২০০৯ সালের সেপ্টেম্বরে গুয়াংদং প্রদেশের রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ও বিভিন্ন প্রকাশনা সংস্থায় চিঠি দিয়ে নিজের ইচ্ছার কথা জানান তিনি। কিয়ান বলেন, ‘আবেগতাড়িত হয়ে চিঠিটি লিখিনি। কর্তৃপক্ষ আমার পদের হানি বা আমার বেতন কমিয়ে দেবে কি না, এসবে পরোয়া করি না।
’
চীনের পত্রিকা ‘নানফাং ডেইলি’কে কিয়ান বলেছেন, ‘আমি মনে করি, নারী হওয়ার অনুভূতিটাই অন্যরকম। আমার বয়স যখন ১৪ বছর, তখন মেয়েদের মতো করে হাঁটতে ভালো লাগত। মেয়েদের মতো করেই নিজেকে প্রকাশ করতাম আমি। ’
পেশায় চারুলিপিকর (সুন্দর লিখনবিষয়ক কাজ) কিয়ানের দাবি, নিজের মা-বাবা, স্ত্রী, সন্তানের সঙ্গে কখনো তিনি প্রতারণা করেননি। গত শতকের নব্বইয়ের দশক থেকে তিনি লম্বা চুল রাখেন, আঁটো পোশাক পরতেন।
কিন্তু তাঁর পরিবারের সদস্যরা কখনো ভাবেনি যে তিনি লিঙ্গ পরিবর্তন করতে পারেন।
যাক তিনি সুস্থ থাকুক এটি হোক সবার কামনা । স্যালুট করতেই হয় তার সাহসকে কেননা আমরা এমন অনেক ইচ্ছে পোষণ করি যা আমাদের সামাজিক জীবন বহির্ভূত তা বাস্তব করা ত দুরে থাক বরং তা প্রকাশ করতেও ভয় এবং লজ্জা হয় কিন্তু তিনি সমাজের সব বাধা এবং ভয় উপেক্ষা করে তা প্রকাশ করেছেন এবং বাস্তব রূপ দিয়েছেন ।
আশিতে এসে নারী হওয়ার স্বপ্নপূরণ!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।