আমাদের কথা খুঁজে নিন

   

আশিতে এভারেস্ট জয়

একবার নয়, তিন-তিনবার এভারেস্ট জয় করেছেন তিনি। বিশ্বের এই সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ একাধিকবার জয় করা অবশ্য নতুন কোনো ঘটনা নয়। তবে রেকর্ড তিনি করেছেন ৮০ বছর বয়সে এই অসাধ্য সাধন করে। কোনো অশীতিপর ব্যক্তির এটাই প্রথম এভারেস্ট জয়। আর ব্যক্তিটি হলেন জাপানি পর্বতারোহী ইউইচিরো মিউরা।


আজ বৃহস্পতিবার ভোরে মিউরা তৃতীয় দফায় হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন। এর আগে ৭০ ও ৭৫ বছর বয়সে তিনি দুবার এভারেস্ট জয় করেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মিউরাই এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক এভারেস্টজয়ী।
শুভ্রকেশ মিউরার হূদরোগ আছে। হূত্যন্ত্রে চারবার হয়েছে অস্ত্রোপচার।

তাতে কী! সাহসের কমতি নেই তাঁর। মিউরার এভারেস্ট জয়ের তথ্যের সত্যতা নেপালের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এর আগে নেপালের মিন বাহাদুর শেরচান ২০০৮ সালে ৭৬ বছর বয়সে এভারেস্ট জয় করেন।
অভিযানে নামার আগে নিজের স্বপ্ন সম্পর্কে মিউরা বলেছিলেন, ‘রেকর্ড গড়া আমার জন্য গুরুত্বপূর্ণ কিছু নয়, সর্বোচ্চ চূড়ায় যাওয়াটাই গুরুত্বপূর্ণ। ’
২০০৩ ও ২০০৮ সালে আট হাজার ৮৫০ মিটার উচ্চতার এভারেস্ট শৃঙ্গ জয় করেন মিউরা।

বেশ কয়েক মাস আগে তিনি বলেছিলেন, দৃঢ় মনোভাব, সাহস ও ধৈর্য থাকলে এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণ করা যায়। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।