আমাদের কথা খুঁজে নিন

   

আমি তোদেরকে মানুষ মনে করতে পারতেছিনা, আমি দুঃখিত, তোরা মানুষ না।

যালিম হয়ে বেচে থাকার চেয়ে মযলুম হয়ে মরাও উত্তম আমি তোদেরকে মানুষ মনে করতে পারতেছিনা, আমি দুঃখিত, তোরা মানুষ না। তোরা যা করলি রোহিঙ্গাদের আশ্রয় না দেওয়ার লাইগা, কোন অবস্থাতেই মানুষ মনে করতে পারলাম না । তোদেরকে এর চেয়ে ভাল কিছু বলতে পারলামনা, এর চেয়ে খারাপ অনেক কিছু বলা যায়, ভাল কিছু বলতে পারলাম না । আমি দুঃখিত, আমি বলতে বাধ্য হচ্ছি- তোরা মানুষ না , নর্দমার কীট, আমি তোদের কে মানুষ মনে করতে পারতেছিনা, তোরা ব্যাধিগ্রস্থ , তোরা এখনো ক্ষমা চাইলিনা তোদের এই আচরণের জন্য, তোরা এখনো আমাদের সাথে গলা মিলিয়ে বললি না-রোহিঙ্গাদের জায়গা দাও, ওদের যাওয়ার জায়গা নাই, ওদের আশ্রয় দাও, খাদ্য দাও। তোদের বিবেকের পরীক্ষা হচ্ছে, টের পাচ্ছিস? আমি ধিক্কার জানাই এই সমাজ, এই রাষ্ট্র ব্যাবস্থাকে , যারা আগুণের কুপ থেকে বেড়িয়ে আসা মানুষগুলারে আবার আগুনের কুপেই ফেলে দিলো। যে শিশুরা মারা গেলো , বুক ভরা ঘৃণা তোদের জন্য নিয়ে, তাদের কে কি জবাব দিবি, ঘুমের মধ্যে তাদের করূন মুখ কি দুঃস্বপ্নে দেখবি না? যদি না দেখিস, তাহলে সত্যিই তোরা মানুষ না। শুনেছিস তো ঐ প্রবাদটা? "প্রাণ থাকলেই প্রানী হয়, কিন্তু মন না থাকলেই মানুষ হয় না" । তোরা অসুস্থ, তোরা ব্যধিগ্রস্থ, তোরা সুস্থ হ।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।