আমাদের কথা খুঁজে নিন

   

Mozilla Hacktivity

বলেন তো কোন ওপেন সফটওয়্যার এর জন্য নিচের পরিসংক্ষানটি প্রযোজ্য: ১২০+ প্রাত্যহিক বাগ রিপোর্ট ৬০০০+ সক্রিয় বাগজিলা একাউন্ট ২০,০০০+ নাইটলি বিল্ড টেস্টার ১০০,০০০+ প্রাত্যহিক আলফা/বেটা টেস্টার ৯৯,৪৯৯+ মানুষ অন্তত একটি বাগ সাবমিট করেছেন বলতে পারছেন না। একটু সহজ করে দিলাম, এটি একটি ইন্টারনেট ব্রাউসার। তাও বলতে পারছেন না। যাক বলেই দেই এটি মোজিলা ফায়ারফক্স। এ রকম চমকপ্রদক আরো কিছু তথ্য জানতে চলে আসুন ১৮ জুন দুপুর ৩:০০ তে ইউআইইউ অডিটরিয়ামে।

মজিলা ফায়ারফক্সকে আমরা সবাই চিনি। এই দুর্দান্ত ব্রাউজারটি আমরা প্রায় সবাইই হয়ত ব্যবহার করছি বা করেছি। কারও মনে কি প্রশ্ন জাগে ফায়ারফক্সের সৃষ্টি হলো কিভাবে ? কেন এটি ওপেনসোর্স ? কেনই বা এটি দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হয়ে উঠল? কারা করছে এর ডেভেলপমেন্টের কাজ? কিভাবে করছে ?? আপনি কি কোনভাবে এর উন্নয়নে অবদান রাখতে পারেন বা ডেভেলপমেন্টের কাজ করতে পারেন ??? কেন করবেন ?? এই সব প্রশ্নের উত্তর জানতে ১৮ জুন দুপুর ৩:০০ তে ইউআইইউ অডিটরিয়ামে আপনি চলে আসতে পারেন। সেখানে মজিলা বাংলাদেশ ও ইউ আই ইউ কম্পিউটার ক্লাব 'Mozilla Hacktivity' শীর্ষক একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে । মজিলা বাংলাদেশের মজিলা Reps থাকবেন আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে ।

আর হ্যাঁ শুধু ফায়ারফক্স নয় মজিলার আরো অনেক প্রজেক্ট নিয়েই আলোচনা করবেন তারা। তো দেরি কেন ?? চলে আসুন আগামী ১৮ জুন ......... বিশ্বের অন্যতম সেরা ওপেন সোর্স কমিউনিটির সাথে পরিচিত হউন । Internet by the people,for the people ......... UIU Auditorium সুত্র অনুষ্ঠানে আপনাদের সবান্ধব উপস্থিতি কামনা করছি। আয়োজনে: মোজিলা বাংলাদেশ, সহযোগীতায়: কম্পিউটার ক্লাব, ইউআইইউ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।