আমাদের কথা খুঁজে নিন

   

বাড়িয়ে নিন আপনার Mozilla Firefox এর গতি

কিবোর্ড নস্ট তাই লিথতে পারি না। পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে। আমি ভাল আছি আশা করি আপনারাও ভাল আছেন। অনেকেই হয়ত এই Tricks টা জনেন বা এই বিষয় নিয়ে আগেও পোস্ট হয়ে থাকতে পারে। যদি হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।

বক বক না করে কাজ শুরু করি: প্রথমে আপনার Browser এর Address Bar এ about:config” লিখে Enter চাপুন। এবার একটি Notification পেলে Ok ক্লিক করুন। উপরের Search Box এ “network.http” টাইপ করুন এবং Enter দিন। “‘network.http.pipelining” এবং ”network.http.proxy.pipelining” এই দুটি Option এ Double Click করুন। “network.http.pipelining.maxrequests” Right Click করে Value টাকে “30” তে Modify করুন।

ডান পাশে খালি জায়গায় Right Click করে “New” Select করুন তারপর “integer” Select করুন। তারপর “nglayout.initialpaint.delay”এই Name টি লিখুন এবং OK Press করুন তারপর Type করুন “0” ব্যাস!! কাজ শেষ!! আবার দেখুন আপনার Firefox কত Fast হয়ে গেছে!! বিঃদ্রঃ Firefox Browser সব সময় আপগ্রেডটা ব্যবহার করুন। ধন্যবাদ লেখাটি: ইমরান কম্পিউটার নেটওয়ার্ক -এর ব্লগ থেকে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।