আমাদের কথা খুঁজে নিন

   

জিম্বাবুয়েতে এক দিনে দুই প্রস্তুতি ম্যাচ!

পরশু বিকেলে হারারেতে নামতেই গা-কাঁপুনি ঠান্ডা লাগল। তবে যত বেশি ভাবা হচ্ছিল, তত বেশি ঠান্ডা নয়। দিনের বেলায় ১৯-২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনশীলই। রাতে অবশ্য সেটা নেমে আসছে ১০-১১ ডিগ্রিতে। ঠান্ডা ছাড়া হারারেতে কাল পর্যন্ত আর কোনো সমস্যা ছিল না বাংলাদেশ দলের, টেলিফোনে দলের ম্যানেজার তানজীব আহসান জানালেন এমনটাই।

ঢাকা ছাড়ার আগে সামান্য অসুস্থ থাকলেও তামিম ইকবাল এখন সুস্থ। ঢাকা থেকে দুবাই-লুসাকা হয়ে হারারে পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টার ফ্লাইট ছিল। নয় ঘণ্টার যাত্রাবিরতির সময়টা দুবাইয়ের এক হোটেলে কাটিয়েছে দল। তবে লুসাকায় দেড় ঘণ্টার যাত্রাবিরতিতে বিমানেই ছিল সবাই। কাল এই রিপোর্ট লেখার সময় অনুশীলন চলছিল বাংলাদেশ দলের।

ত্রিদেশীয় সিরিজটা টি-টোয়েন্টি ম্যাচের হলেও খেলোয়াড়দের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এবং বেশি সময় ব্যাটিং-বোলিং করার সুযোগ করে দিতে আজ অনুষ্ঠেয় সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল ৫০ ওভারের। কিন্তু জিম্বাবুয়ে যাওয়ার পর বদলে গেছে সিদ্ধান্ত। বাংলাদেশ টিম ম্যানেজার জানিয়েছেন, ‘ওয়ানডে ম্যাচের পরিবর্তে আমরা কাল (আজ) দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলব। জিম্বাবুয়ে ক্রিকেট আমাদের এই প্রস্তাবে রাজি হয়েছে। খেলোয়াড় অদল-বদল করে খেলানো হবে দুই ম্যাচে।

’ প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ জিম্বাবুয়ের নির্বাচিত একাদশ। টাটেন্ডা টাইবু আর রেমন্ড প্রাইস ছাড়া জিম্বাবুয়ে দলে থাকা ত্রিদেশীয় সিরিজের প্রায় সব খেলোয়াড়ই প্রস্তুতি ম্যাচ দুটিতে খেলবেন বলে জানিয়েছেন তানজীব আহসান। প্রথম ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়। এক দিন এগিয়ে আসায় হারারেতে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১৭ জুন। প্রথম দিনেই বাংলাদেশ মুখোমুখি স্বাগতিক জিম্বাবুয়ের।

সিরিজের অন্য দল দক্ষিণ আফ্রিকা হারারে পৌঁছাবে আগামীকাল।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।