আমাদের কথা খুঁজে নিন

   

জিম্বাবুয়েতে বাংলাদেশের প্রথম জয়

সোমবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৪ উইকেটে ১৩৮ রান নিয়ে খেলা শুরু দ্বিতীয় সেশনে অলআউট হওয়ার আগে ২৫৭ রান করে জিম্বাবুয়ে।
‘নাইট ওয়াচম্যান’ শিঙ্গিরাই মাসাকাদজাকে নিয়ে দিনের প্রথম ঘন্টা নিরাপদেই কাটিয়ে দেন হ্যামিল্টন মাসাকাদজা।
৪০১ রানের লক্ষ্য থাকায় হার নিয়ে শঙ্কা না থাকলেও উইকেট না পড়ায় অধিনায়ক মুশফিকুর রহিমের চিন্তার ভাঁজ ক্রমশ বাড়ছিল। জুটি ভাঙ্গার জন্য পানি পানের বিরতির আগের ওভারে মোহাম্মদ আশরাফুলকে আক্রমণে আনেন তিনি।
প্রথম ওভার ভালো করায় তাকেই আক্রমণে রাখেন মুশফিক।

সাফল্য পেতে বেশি দেরি হয়নি দ্বিতীয় ওভারের পঞ্চম বলে শিঙ্গিরাইকে (৯০ বলে ২৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলে ভীষণ গুরুত্বপূর্ণ ‘ব্রেকথ্রু’ এনে দেন আশরাফুল।
সকাল থেকে টানা বল করে যাওয়া সোহাগ গাজী এল্টন চিগুম্বুরাকে রবিউল ইসলামের ক্যাচে পরিণত করে স্বাগতিকদের বড় একটা ধাক্কা দেন।
মধ্যাহ্ন-বিরতির পর রিচমন্ড মুতুমবামিকে বোল্ড করে অতিথিদের জয়ের আরো কাছে নিয়ে যান অভিষিক্ত অলরাউন্ডার জিয়াউর রহমান। দ্বিতীয় নতুন বলে গ্রেম ক্রেমারকে স্লিপে নাসির হোসেনের ক্যাচে পরিণত করার কৃতিত্বও জিয়ার।
এরপর কিগান মেথকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম উইকেট নেন সিরিজে বাংলাদেশের সেরা বোলার রবিউল।

দশম উইকেটে কাইল জার্ভিসকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলোন হ্যামিল্টন।
১২ ওভারের সেই প্রতিরোধের ফাঁকে নিজের তৃতীয় শতকে পৌঁছান হ্যামিল্টন। তিনি ১১১ রানে অপরাজিত থাকলেও জার্ভিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্রায় চার বছর দলকে জয় এনে দেন সাকিব আল হাসান। হ্যামিল্টনের ২৫২ বলের ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা।
৬৩ রানে ৪ উইকেট নিয়ে জিয়া বাংলাদেশের সেরা বোলার।


৬০ ও ৯৩ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলা মুশফিক ম্যাচ সেরা। এবং ১৯.৫৩ গড়ে ১৫ উইকেট নিয়ে রবিউল সিরিজ সেরা।
৭৯ টেস্টে এটি বাংলাদেশের চতুর্থ জয়। জিম্বাবুয়ের বিপক্ষে ১১ টেস্টে দ্বিতীয়।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট জিতেছিল বাংলাদেশ।

সতের ম্যাচ পর আবার জয়ের দেখা পেল টেস্ট পরিবারের সর্বশেষ সদস্য দেশটি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৩৯১ (সাকিব ৮১, নাসির ৭৭, মুশফিক ৬০, নাসির ৭৭; চিগুম্বুরা ৩/৭৫) ও ২৯১/৯ ডিক্লে. (তামিম ৭, জহুরুল ২, আশরাফুল ৪, মমিনুল ২৯, সাকিব ৫৯, মুশফিক ৯৩, নাসির ৬৭*, জিয়া ০, সোহাগ ১১, সাজেদুল ৪, রবিউল ৪*; শিঙ্গিরাই ৪/৫৮, হ্যামিল্টন ৩/২৪, ক্রেমার ১/৭০, জার্ভিস ১/৮০)।
জিম্বাবুয়ে: ২৮২ (চিগুম্বুরা ৮৬, মুতুমবামি ৪২; রবিউল ৫/৮৫, সোহাগ ৪/৫৯) ও ২৫৭ (সিবান্দা ৩২, চাকাবভা ২২, হ্যামিল্টন ১১১*, টেইলর ১০, ওয়ালার ১৫, শিঙ্গিরাই ২৪, চিগুম্বুরা ২, মুতুমবামি ১২, ক্রেমার ৩, মেথ ৪, জার্ভিস ৭; জিয়া ৪/৬৩, সাকিব ৩/৫২, আশরাফুল ১/১৩, রবিউল ১/৫৩, সোহাগ ১/৫৬)।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।