আমাদের কথা খুঁজে নিন

   

রোহিংগাদের নিয়ে মিথ্যাচার বন্ধ করুন-ওয়াশিংটন পোস্টের আর্টিকেলটি দয়া করে পড়ুন।

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা মিয়ানমারে সহিংসতার শিকার রোহিংগারা এশিয়রার সবাচাইতে নির্যাতিত বহিরাগত। ১০লাখের বেশি রোহিংগা মুসলমানদেরকে পৃথিবীর বুকে সবচাইতে নির্যাতিত জনগন বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। অত্যন্ত করুন জিবনযাপন, কোন পাসপোর্ট নেই তাদের, নিজেদের বাসস্থান বলে নেই কিছু তাদের, নেই মুক্তভাবে চলাফেরা করার। মিয়ানমার মনে করে রোহিংগারা অবৈধ প্রবেশকারী, আবার বাংলাদেশ মনে করে ঠিক উল্টোটি। তাদেরকে বলা হয় দৈত্য, পশু, টেরোরিষ্ট এবং আরো জঘন্য কিছু -এমনকি তাদের অস্তিত্বকেও স্বীকার করা হয় না।

এবারের মায়ানমারের দাংগায় মনে হয় সবাই যেন রোহিংগাদের ঘৃনায় চোখে দেখছে। মায়ানমারের সামরিক সরকার সবসময় এদের বহিরাগত বলেই গন্য করে এসেছে। এবং সবসময় উস্কানি দিয়ে এসেছে দাংগায়। কেউ যখন বলে আমরা রোহিংগাদের মুছে ফেলব, সবাই তখন এটিকে স্বাগত জানায়। এটি আরো কষ্টকর যে ভীত সন্ত্রস্থ রোহিংগারা যখন নৌকায় করে বাংলাদেশে আশ্রয় খুজেছে, তখন বাংলাদেশের কোস্ট গার্ড তাদের ফিরিয়ে দিয়েছে।

Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.