চারিদিকে স্তব্ধতা হঠাৎ শুনি এক কোকিলের ডাক আনন্দে ভেসে যায় মন চেয়ে থাকি নির্বাক আজ কি তবে বৈশাখ কেন ফুটেছে আমের মুকুল কেন কোকিলের ডাক হঠাৎ এক মিষ্টি ডাকে আমিতো খুব অবাক প্রেয়সী আমার সেজেছে আজ বৈশাখেরই সাজে আমার পানে চেয়ে রয়েছে দুষ্ট মিষ্টি লাজে লাজুক মুখে বন্ধু আমার হাতটি দিল বাড়িয়ে হাতটি ধরে ঘুরব আজ ঘাস ফুলগুলো মাড়িয়ে দুজনে আজ যাব আমরা পান্তা ইলিশ খেতে সারাদিন ঘুরব দুজনে থাকব উৎসবে মেতে নাগর দোলায় চড়ব দুজন দেখব লাঠি খেলা বৈশাখেরই মেলা দেখে কাটবে সারা বেলা বিদায় বেলায় তোমায় দিলাম ছোট্ট উপহার খোপাতে রঙ্গিন ফুল আর গলায় পুতির হার কৃষ্ণচুড়া গাছটি সেজেছে লালে লালে বৈশাখেরই উৎসব যেন থাকে চিরকালে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।