CONNECTION FAILED তুমি আমাকে চামার বলেছো বলেছো চামারের জাত। প্রেয়সী, কষ্ট দিয়েছো চিনতে পারোনি, বুঝতে পারোনি, ভুল বুঝেছো আমি জানি আমি কি! তুমার বাবা বাদাইম্যা বলে তাড়িয়েছে দূর! ধুর! করে উনার স্ত্রীও চাহিলেন না আঁচল সরিয়ে, হবু শালা শালীরা সব কেটেছে ভেংচি, তুলেছে লাত্থি, করেছে মশকরা আমি জানি আমি কি! তুমাদের পাড়ার লুকেরা সব মানবতা ভুলে গিয়ে ছাগলের খোয়াড়ে রেখেছিলো বান্ধিয়া পিছমোড়া হাতে আমাকে বলেছে জংগী, প্রতিক্রিয়াশীলের দোসর আমি জানি আমি কি! জামা খুলেছে গোস্বা করিনি, সাধের গ্যাবাসিডের প্যান্ট খুলে পরিয়েছিলো কাকতাড়ুয়ার গায়, তুমাদের মহল্লায় স্বজনী, ও স্বজনী তবুও ভালুবাসি, বুকে আসো প্রিয়তমা আমার আমি জানি আমি কি! তুমি মজা চিনিলেনা, দিলে গজা সামনে পেছনে দিলে না ওষুধ কেনার টাকা, এক কৌটা মালিশ সালিশ বসালে, ন্যাংটা করালে, মাখিলে চুনকালি আমিতো জানি, জানি জানি, আমসিও চিনি আমি জানি আমি কি! তথ্যসূত্রঃ আমসত্ব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।