আমাদের কথা খুঁজে নিন

   

বোঝনি তুমি

আসলে তোমারই তো ভুল- এলোমেলো চুল দু পাশে ছড়িয়ে কেউ এভাবে হাসে ? খেয়াল আছে কি ? – বসে একাকী , একজন চেয়ে থাকে অপর পাশে । বৃষ্টি পড়েনি কোনদিন এ মনে তুমি হেসে ভিজিয়েছো সঙ্গোপনে । বলেছি তোমাকে আমি ভিজিয়ে দিতে ? দোষটা আসলে তোমার ওই হাসিতে । বৃষ্টি পড়ে , থরে বিথরে – আমি আছি দাড়িয়ে চুপটি করে । তোমাকে দেখেছি আমি চোখের কোনায় তুমি শুধু বোঝনি সেদিনও আমায় ।

ভালবাসিনি , কখনো কোনদিনই আজ তোমাকে ভালবাসা জানাবো । অপরাধ ক্ষমা কর অপরাধীকে কোনদিন কাছে পেলে গান শোনাবো । অনেক কথা , মনের মাঝে এতদিন জমেনি , আজ জমেছে – তুমি যদি চাও তবে জানিয়ে দেবো তোমার চোখের খুব কাছে দাঁড়াবো । দু চোখে টলোমল , ঝরে যাবে জল আর্দ্র সে জলে আমি যাব তলিয়ে । কথা নয় চোখে শুধু মৃদু কোলাহল , অনাগত দিন – যাবে সে আশা নিয়ে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।