ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ
প্রজাপতিটার ডানা ভেঙে গেছে
না-জানা কোন এক কালবোশেখী ঝড়ে।
রঙিন ডানা ধূসর হয়েছে
বহুদিন না-মোছা ধূলির আস্তরণে.....।
মনের সবুজ জমিনে সযত্নে আঁকা
এক ফোঁটা রক্ত-লাল টিপ,
পরম মমতায় সাঁঝের আলো-মাখা
তোমার মনের প্রদীপ।
এলোমেলো সুখ,টুকরো কিছু মেঘ
ভোরের শিশিরে দেখা
স্বপ্ন-ছোঁয়া ক্ষণ,
মনের আঁচলে চাঁদ ঢেকেছি
তুমি-আমি,শুধু আমরা দু'জন!
মুঠো ভরে ভরে জমানো সোনা-রোদ
যত্ন করে রেখে এসেছি
তোমার বারান্দায়,
শরতের শিউলির চাদর পেতেছি,
যাকে কোন একদিন বড্ড অবহেলায়
দিয়েছিলে হয়তো বা
কোন অবুঝ মুহূর্তের ভালোবাসা!
বোঝনি তুমিও,বুঝিনি আমিও!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।