আমাদের কথা খুঁজে নিন

   

দ্বৈতনীতিঃ সাংবাদিক নাদিয়া হামলার শিকার হলে আপনি গর্জে উঠেন আর সাংবাদিক অপর্না সিংহ হামলার শিকার হলে আপনি চুপ থাকেন

"বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র" খবর ১ (পরিবর্তন.কম)◆ গত ৬ই মার্চ ২০১৩ লংমার্চে অংশগ্রহণকারী হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রাজধানীর পল্টন মোড়ে কয়েকজন সাংবাদিককে ধাওয়া এবং একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিনকে বেধড়ক পিটিয়ে আহত করেছে। খবর ২ (দৈনিক জনকণ্ঠ)◆ গত ৩রা জানুয়ারী ২০১২ মঙ্গলবার শেওড়াপাড়ায় মনিপুর স্কুলের ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়ের খবর সংগ্রহ করতে গিয়ে মিরপুরে সরকারদলীয় এমপি কামাল আহমেদ মজুমদারের হাতে প্রহূত ও লাঞ্ছিত হয়েছেন বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভির দুই রিপোর্টার ও এক ক্যামেরাম্যান। এঁরা হলেন রিপোর্টার অর্পণা সিংহ ও শাহীন এবং ক্যামেরাম্যান সাঈদ। আশ্চর্যের ব্যাপার হল, ২ নং খবরটি দৈনিক কালেরকন্ঠ পত্রিকাটি বেশ ঘটা করে প্রথম পাতায় "কামাল মজুমদারের হাতে লাঞ্ছিত সংবাদকর্মীরা" শিরোনামে ছেপেছিল। কিন্তু কোন এক আশ্চর্য কারণে তারা তাদের নিউজটি সরিয়ে ফেলেছে।

গুগল ক্যাশ থেকে অনেক চেষ্টা করেও আমি সংবাদটি পুনরুদ্ধার করতে পারি নি। (কেউ পারলে দয়া করে কমেন্টে শেয়ার করুন) স্ক্রিনশটঃ (বড় করে দেখুন) কে কে ২০১২ সালের ৩রা জানুয়ারী সরকারী দলের এমপির দ্বারা প্রহূত ও লাঞ্ছিত হওয়া সাংবাদিক অর্পণা সিংহ (এখানে শুধু দুই নারীকে তুলনা করার জন্য অপর্না সিংহ এর নাম উল্লেখ করা হল) এর জন্য প্রতিবাদ করেছিলেন? যদি না করে থাকেন তবে কেন করেন নি? অপর্না সিংহ সরকার দলীয় এমপির দ্বারা প্রহূত হয়েছিলেন বলে? নাকি আরো একধাপ এগিয়ে যদি বলি - অর্পনা সিংহ সংখ্যা লঘু বলে আপনি প্রতিবাদ করেন নি? আর নাদিয়া শারমীন সংখ্যা লঘু নন বলে আপনি তীব্র প্রতিবাদ করেছেন? নাকি দলীয় প্রোপাগান্ডা বাস্তবায়নে নেমেছেন আপনি? সাংবাদিক প্রহূত কিংবা লাঞ্ছিত হয়েছেন এটা অবশ্যই চরম ন্যাক্কারজনক একটি ঘটনা, সেটা যে দল বা গোষ্ঠীই করুক না কেন। কিন্তু সুশীলরা (পড়ুন চুচীল) কেন একটি ঘটনা এড়িয়ে গিয়ে আরেকটি ঘটনা নিয়ে উঠে পড়ে লাগবেন? কেন প্রতিবাদের কণ্ঠস্বর দুজনের জন্যই সমান নয়? দলীয় তকমা গায়ে চড়িয়ে কেন এত গলাবাজি? আমাদের সামুতেও সে বছর ২২ শে মার্চ মনিপুরে সাংবাদিক লাঞ্ছিত হবার ঘটনা নিয়ে পোস্ট দিয়েছিলেন ব্লগার ফাহমিদা শিল্পী। আফসোস! সেই পোস্ট এর কমেন্টে তখন কোন সুশীল কে খুঁজে পাওয়া যায় নি। আদতে কেউ সেখানে কমেন্টই করেন নি! সেই পোস্ট এড়িয়ে গেছে সব সুশীলদের (চুচীলদের) চোখ! দলকানা চোখ! সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

ভাল কাটুক আগামীর প্রতিটি দিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।