আমাদের কথা খুঁজে নিন

   

অহিংসার ধ্বজাধারী বৌদ্ধরা তোদের রক্তমাখা হাত থামা!!

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত আজ মধ্য রাতে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করেছে মায়ানমারের হ্যাকাররা| http://www.moedu.gov.bd/ সাইটে প্রবেশ করলে দেখা যাচ্ছে হোম পেজে হ্যাকাররা মায়ানমারের পতাকা ঝুলিয়ে দিয়েছে| সেখানে বড় করে লেখা আছে, "উই লাভ রাখাইন"| সাইটটি ওপেন করলেই শোনা যাবে রাখাইন মিউজিক| সাইট হ্যাক তথ্যে লেখা আছে এই সাইটটি হ্যাক করেছে "বিলিংক হ্যাকার গ্রুপ"| এছাড়া তারা একটি ম্যাসেজে মায়ানমার-বাংলাদেশ সীমান্তে বৌদ্ধ ও রাখাইনদের হত্যা বন্ধ করতে বলেছে| এরপর বাজে ভাষায় গালি দিয়ে বাংলাদেশিদের রোহিঙ্গা উল্লেখ করে বলেছে, সীমান্ত হত্যা বন্ধ না হলে রোহিঙ্গাদের উপর আক্রমণ বন্ধ হবে না (তারই ফলশ্রুতিতে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সাইট হ্যাক করেছে)| তারা বাংলাদেশ থেকে তাদের ভূমি ফেরত চেয়ে বলেছে আমাদের ভূমি ফেরত দাও | তারা আরো লিখেছে, আমরা তোমাদেরকে (বাংলাদেশীদেরকে/রোহিঙ্গাদেরকে) খুজছি, এবং রোহিঙ্গাদের ধর্মের সবাইকে আমরা খুব শীগ্রই হত্যা করবো| সর্বশেষ তাদের ম্যাসেজে তারা আবারও লিখেছে, আমরা রাখাইনদেরকে ভালবাসি আমরা মায়ানমারকে ভালবাসি| কপিপেষ্ট: -Fahmi Haque ফেসবুক। মায়ানমারের পাবলিকের কি মাথা খারাপ হইয়া গেল নাকি? সুকির বাবা বার্মা স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা ছিলেন । তিনি চরম মুসলিম বিদ্বেষী ।

তার মেয়ে সুকিও এমনই । দেখতে ভদ্র মনে হলেও সেও মুসলিমদের অস্তিত্তবিনাস করতে চায় । তাদের লক্ষ্য হলো বৌদ্দ প্রধান্য এক জাতির দেশ বার্মা গড়া । এধারণা সাথে কাচীন, সান , রোহিঙ্গারা এক মত নয় বলে তাদের সাথে স্বাধীনতার পর পরই সংঘাত শুরু হয় । সামরিক জান্তারাও এই ধারণায় বিশ্বাসী ।

তবে তার সাথে তারা সমাজতন্ত্র নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে । বাংলায় প্রবাদ বাক্য আছে মগের মল্লুক । এখানে মগ বলতে বার্মাকে বোঝানো হয়েছে । বাংলার মুসলিমদের সাথে বার্মার বৌদ্দদের সংঘাতের ইতিহাস ৬০০ বছরের । ঢাকা নগর জাদুঘরে আসলে দেখবেন বার্মার মগদের ঢাকা আক্রমন করে জ্বালিয়ে দেওয়ার চিত্র ।

বাংলাদেশের সাথে লাগোয়া আরাকান আলাদা স্বাধীন দেশ ছিল যাতে রোহিঙ্গারা মুসলিমরা সংখ্যাগরিষ্ট ছিল । সপ্তদশ শতাব্দীতে বার্মার রাজা বোদাপায়া আরাকানা দখল করেন । তারপর থেকেই রোহিঙ্গারা মুসলিমদের খারাপ অবস্হা চলছে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।