আমাদের কথা খুঁজে নিন

   

রুপায়ন হাউজিং হইতে সাবধান -২

আমার ধৈর্যের বাধ শেষ। যুদ্ধ ঘোষণা করলাম রুপায়ন হাউজিং এর বিরুদ্ধে। এটা রেকর্ড এ থাকুক। ফ্লাশব্যক: ২০০৯ এ পার্কিং সহ একটা ফ্ল্যাট কিনেছিলাম, তাদের কাছ থেকে ফ্ল্যাট কিনার কারণ ছিল: ১ রেডী ফ্লাট, ৩ মাসের মধ্যেই হ্যন্ড ওভার, আমাকে বশিদিন অপেক্ষা করতে হবে না। ২ টাকা পরিশোধের সাথে সাথেই রেজিস্ট্রেষনের প্রতিস্রুতি।

ফ্ল্যাট পেলাম ৬ মাস পরে। ফ্ল্যাট এর বিভিন্ন এক্সেসরিস third class কোয়ালিটির। লিফ্ট দুইদিন পর পর বন্ধ হয়ে যায়। মেনে নিলাম সবই, বাংলাদেশ বলে কথা, ভাল কোয়ালিটি আশা করা যায়না। রেজিস্ট্রেষনের হয়রানী: ২০১০ এর শুরুতে, ফ্ল্যাট এর রেজিস্ট্রেষন সম্পন্ন হউয়ার কথা।

রুপায়ন হাউজিং বলল ৩ মাস পরেই রেজিস্ট্রেষন। ওদের বক্তব্য "একসাথে অনেকের রেজিস্ট্রেষন হলে রুপায়ন হাউজিং এর খরচ কম হয়। " ৩ মাস পর, খোজ নিলাম, রুপায়ন হাউজিং বলল আরো ৩ মাস সময় লাগবে। সেই ৩ মাস শেষ হল। এরপর আরেকটা ৩ মাস।

২০১০ পার হল এভাবে। ২০১১, সাল শুরু হল, আমি রুপায়ন হাউজিং এর অফিস এ গেলাম, কয়েকবার, প্রতিবারই ঐ একই বক্তব্য, এইত রেজিস্ট্রেষন হয়ে যাচ্ছে হয়ে যাবে এমন। ২০১১ ও পার হয়ে গেলো, সেই প্রতিস্রুতির বন্যা। 20১২, এবার রেজিস্ট্রেষন করার জন্য ধৈর্য হারিয়ে ফেললাম, আমার বোন রুপায়ন হাউজিং এর মহাখালির অফিস এ হইচই শুরু করল। ওরা আবার বলল, "এবার হয়ে যাবে, রেজিস্ট্রেষন এর টাকা জমা দিন।

" টোটাল রেজিস্ট্রেষন ৩ লাখ টাকার মত জমা দিলাম, রুপায়ন হাউজিং কনফার্ম করল, এখন "one week" এই রেজিস্ট্রেষন হয়ে যাবে। এপ্রিল ২০১২ এর কথা.। রেজিস্ট্রেষন হলনা এবারও। কিন্তু রুপায়ন হাউজিং আমার কাছ থেকে রেজিস্ট্রেষন বাবদ টাকা নিলো, "one week" এর প্রতিস্রুতি দিয়ে। এবার নিরুপায় হয়ে খুজলাম রুপায়ন এর MD কে, অনেক খুজাখুজির পর টের পেলাম, বেটা অফিস এ লুকিয়ে থাকে।

আমার বোন কে বলা হল রুপায়ন এর MD অফিস এ নাই, কিন্তু আমার বোন চোর এর মত লোকটাকে খুজে বের করল, অফিস কিউব এর মাঝে । রুপায়ন এর MD -- বলল "আমি কথা দিচ্ছি নেক্সট ১৫ দিনেই রেজিস্ট্রেষন হয়ে যাবে"। আরও বলল " অপরিচিত লোকের ph ধরিনা, কিন্তু আপনার ph ধরব এখন থেকে, নিজের ph এ আমার বোনের ph নাম্বার সেভ করে রাখল। ১৫ দিন পর.... রেজিস্ট্রেষন হল না, মে, ২০১২ এর কথা.। এবার, রুপায়ন হাউজিং রেজিস্ট্রেষন লিখিত প্রতিস্রুতি দিল "৩০ এ মে এর মধ্যে রেজিস্ট্রেষন\".।

৩০ এ মে চলে গেল, রেজিস্ট্রেষন দিলনা এবারও। এবার, আবার রুপায়ন এর MD কে ধরা হলা, MD আবার আশ্বাস দিল "আর ১০ দিন টাইম দিন, এবার করে দিব 200%"। জুন 10.2012 চলে গেল। রুপায়ন হাউজিং আবার সময় চাচ্ছে আরো ১৫ দিন। আমার ধৈর্য শেষ।

আমি যুদ্ধ ঘোষণা করলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.