আমাদের কথা খুঁজে নিন

   

ধুন্ধুমার আ্যকশন হিরো Arnold Schwarzenegger এর কমেডি থ্রিলার Kindergarten Cop

যুদ্ধের বাজারে ভালোবাসার বিকিকিনি হলে আর কাঁদবোনা। কংক্রিটের এই শহরে হৃদয়হীন মানুষের ভীড়ে আমিও হারিয়ে যাবো... সময়টা ১৯৯০ সাল। Terminator খ্যাত Arnold Alios Schwarzenegger । চিত্রজগতে তখন তার খ্যাতি মধ্যগগনে। আর হার্ডকোর আ্যকশন হিরো হিসেবেও ততদিনে খ্যাতির তকমাটা গায়ে ভালোভাবেই সেঁটে নিয়েছেন।

Terminator, Predator, Commando... তার একেরপরএক আ্যকশন মুভি বক্স অফিস হিট। আর তখনই সমালোচকরা তার বিরুদ্ধে মুখ খুললেন। বলা হলো, শোয়ার্জনিগার শুধুই একজন আ্যকশন হিরো। তাকে দিয়ে রোমান্টিক বা কমেডি সম্ভব নয়। সমালোচকদেরও দোষ দিয়ে লাভ নেই।

তার Terminator কিংবা Commando মার্কা মুভি গুলো দেখলে আমরাও তা বুঝতে পারি। কিন্তু, Mr. Universe সাহেবতো সে কথা শুনে মহা খাপ্পা। "কি আমাকে এই অপবাদ। !!!" সমালোচকদের এ অপবাদের জবাব দিতেই সম্ভবত তিনি নিয়ে এলেন তার অসাধারন কমেডি থ্রিলার "Kindergarten Cop"। আর এ ছবিটি দিয়েই তিনি সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন।

মুভিটি সে বছরের সেরা কমেডি মুভিগুলোর একটি বলে বিবেচিত হয়েছিল। হয়তো অনেকেই মুভিটি দেখে ফেলেছেন। যারা দেখেননি তাদের বলছি দেখে ফেলুন। ভালো লাগবে। কাহিনী সংক্ষেপ: জন কিম্বল (আর্নল্ড মোয়ার্জনিগার) একজন দৃঢ়প্রকৃতির পুলিশ গোয়েন্দা।

যে কিনা আদতে একজন শিক্ষক হতে চেয়েছিল। তো তাকে একবার বলা হল একজন ড্রাগডিলারকে পাকড়াও করতে। আর তা করতে হবে ড্রাগডিলারটি শহর ছেড়ে চলে যাবার আগেই। কাজটি তাকে করতে হবে আন্ডার কাভার অর্থ্যাৎ ছদ্মবেশে। আর এতে জন কিম্বলের (শোয়ার্জনিগার) শিক্ষক হওযার বাসনা পুরন করার সুযোগ এসে গেল।

সে ছদ্মবেশ নিল একজন কিন্ডারগার্টেন শিক্ষকের। চাকরী নিল একটি স্কুলে। এরপর তার ঘটে কি কি মজার ঘটনা ঘটে তা জানতে আপনাদের মুভিটি দেখতে হবে। মুভিটির ডাউনলোড লিংকএখানে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।